Advertisement
Advertisement

Breaking News

রাহুল গান্ধীকে সঙ্গে নিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত ছিল সেনার!

এ কী বললেন মনোহর পারিকর?

Should Army Have Taken Rahul Gandhi Along for Surgical Strikes, Asks Manohar Parrikar
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 17, 2018 7:33 pm
  • Updated:July 17, 2018 7:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক অধিকৃত কাশ্মীরের মাটিতে প্রবেশ সন্ত্রাসীদের ঘাঁটি নষ্ট করে এসেছিল ভারতীয় সেনার বীর জওয়ানরা৷ তারপর প্রায় দু’বছর হতে চলেছে৷ কিন্তু কিছুতেই যেন মিটছে না সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে শাসক-বিরোধী টানাপোড়েন৷ এবার সেই সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে বিরোধীদের, বিশেষ করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে আক্রমণ শানালেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মনোহর পারিকর৷ কটাক্ষের সুরে বললেন, রাহুল গান্ধী ও বিরোধীদের সঙ্গে নিয়ে সেনার সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত ছিল৷ তবে ২০১৬-র ২৯ সেপ্টেম্বরের সেনা অভিযানকে সত্য বলে গণ্য করবেন বিরোধীরা৷

[কবরস্থানেও জায়গা হবে না, তিন তালাকের বিরোধিতা করায় ফতোয়া মহিলাকে]

Advertisement

প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, যেকোনও সার্জিক্যাল স্ট্রাইক চালানোর জন্য কয়েকটি নিয়ম মান্য করা প্রয়োজন৷ যার মধ্যে অন্যতম অভিযানের গোপনীয়তা বজায় রাখা৷ পারিকরের অভিযোগ, লোকসভা নির্বাচনের আগে তাঁর সম্পর্কে ও বিজেপি সম্পর্কে মিথ্যা প্রচার চালাচ্ছে কংগ্রেস ও বিরোধীরা৷ ফলে বিজেপি কর্মীদের এই ভ্রান্ত প্রচারের বিরুদ্ধে লড়াই করার বার্তা দেন তিনি৷ বলেন, তথ্য-প্রযুক্তির অগ্রগতির যুগে ফেসবুক ও সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে সত্যকে সাধারণ মানুষের সামনে আনতে হবে৷

[সেলফির নেশাই কাড়ল প্রাণ, জলপ্রপাতে পিছলে পড়ে মৃত দুই ইঞ্জিনিয়ার]

উরির বায়ুসেনা ঘাঁটিতে পাক মদতপুষ্ট সন্ত্রাসীদের হামলার আঠারো দিনের মাথায় পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গিদের নিকেশ করে এসেছিলেন ভারতীয় সেনার প্যারা কমান্ড বাহিনী৷ সেই সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকেই তা নিয়ে শাসকের বিরুদ্ধে সুর চড়িয়েছিল কয়েকটি বিরোধী রাজনৈতিক দল৷ সেনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কেন্দ্রের বিজেপি সরকার, এটাই ছিল তাঁদের অভিযোগ৷ কেবল তাই নয়, পাকিস্তানের সুরে সুর মিলিয়ে সার্জিক্যাল স্ট্রাইকের সত্যতা নিয়ে প্রশ্নও তুলেছিলেন বিরোধীদের একাংশ৷ বিরোধীদের করা সেই অভিযোগের উত্তর দিতে চলতি বছরের জুন মাসেই সার্জিক্যাল স্ট্রাইকের ভিডিও প্রকাশ করেছে কেন্দ্র৷ কিন্তু, এখনও তা নিয়ে থামেনি বিকর্ত৷ মাঝে মধ্যেই সার্জিক্যাল স্ট্রাইকের ইস্যুকে খুঁচিয়ে তুলে কেন্দ্রকে চাপে ফেলার চেষ্টা করেন বিরোধীরা৷ তারই পালটা জবাব দিয়েছেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement