Advertisement
Advertisement

সবরিমালায় মহিলাদের প্রবেশাধিকার চেয়ে সুপ্রিম কোর্টে কেরল সরকার

দিশা দেখাচ্ছে কেরল?

Should Allow All Women In Sabarimala Temple, Kerala Tells Supreme Court
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 7, 2016 5:18 pm
  • Updated:November 7, 2016 5:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দরগায় মহিলাদের প্রবেশাধিকারের দাবিকে যখন মুসলিম সংগঠনগুলি দমিয়ে রাখতে চাইছে, তখন দিশা দেখাল কেরল৷ সেখানকার সবরিমালা মন্দিরের গর্ভগৃহে সব বয়সী মহিলাদের প্রবেশের অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেরল সরকার৷

গত কয়েকশো বছর ধরে ১০ থেকে ৫০ বছর বয়সী মহিলাদের এই মন্দিরে প্রবেশ নিষেধ৷ কেউ কেউ বলেন, রজস্বলা মহিলারা ‘অপরিচ্ছন্ন’ বলে তাঁদের গর্ভেগৃহে প্রবেশ করতে দেওয়া হয় না৷

Advertisement

(ধর্মীয় প্রথাতে রুদ্ধ নারীত্ব-বাদ)

২০০৭ সালে কেরলে বাম নেতৃত্বাধীন এলডিএফ সরকার মন্দিরে মহিলার প্রবেশাধিকার চেয়েছিল৷ কিন্তু ২০১৪-য় কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ সরকার ওই নিষেধাজ্ঞা বহাল রাখার পক্ষে রায় দেয়৷ এবছরের গোড়ায় ফের মসনদে বসে এলডিএফ৷ ক্ষমতায় ফিরে ফের ২০০৭-এর দাবি ফিরিয়ে এনেছে তারা৷ সুপ্রিম কোর্টের কাছে তাদের আবেদন, সব বয়সী মহিলাদের মন্দিরে প্রবেশাধিকার দেওয়া হোক৷ সুপ্রিম কোর্ট এ বিষয়ে মন্দিরের নিয়ামক সংস্থা দেবাস্মম বোর্ড-এর সঙ্গে আলোচনার পরামর্শ দিয়েছে রাজ্য সরকারকে৷ যদিও কোর্ট কোনও ধর্মীয় স্থানেই মহিলাদের প্রবেশ অবরুদ্ধ করার বিরোধী৷ আদালতের মতে, এই নিষেধাজ্ঞা মৌলিক অধিকারভঙ্গের শামিল৷ আগামী বছরের ফেব্রুয়ারি মাসে এই মামলার পরবর্তী শুনানি৷

গতবছর এই মন্দিরে মহিলাদের প্রবেশাধিকারের মতো স্পর্শকাতর বিষয়ে বিতর্কিত মন্তব্য করেন দেবাস্বম বোর্ডের প্রধান গোপালকৃষ্ণন৷ তিনি বলেন, “যেদিন এমন কোনও যন্ত্র আবিষ্কার হবে, যাতে মহিলাদের শুদ্ধতা মাপা যাবে, সেদিন এই মন্দিরে মহিলাদের প্রবেশে কোনও বাধা থাকবে না৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement