Advertisement
Advertisement
আম আদমি পার্টি

নির্বাচনের ফলপ্রকাশের পরই আপ বিধায়ককে লক্ষ্য করে গুলি, মৃত্যু ১ কর্মীর

গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরেক আপ কর্মী।

Shots Fired At AAP MLA Naresh Yadav,a worker Killed in Delhi
Published by: Sayani Sen
  • Posted:February 12, 2020 8:59 am
  • Updated:February 12, 2020 6:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনের ফলপ্রকাশের পরই উত্তপ্ত দিল্লি। আম আদমি পার্টির বিধায়ককে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। অল্পের জন্য ওই বিধায়ক রক্ষা পেয়েছেন। তবে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে দলীয় এক কর্মীর। আরেকজন গুরুতর জখম হয়েছেন। স্থানীয় হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। কে বা কারা বিধায়ককে লক্ষ্য করে গুলি চালাল, তা খতিয়ে দেখছে পুলিশ।

মঙ্গলবার সন্ধেয় মেহরৌলির আপ বিধায়ক নরেশ যাদব মন্দিরে পুজো দিয়ে ফিরছিলেন। অরুণা আসফ আলি মার্গের কাছে আচমকাই অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা তাঁর কনভয় লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। লক্ষ্যভ্রষ্ট হয়ে বিধায়কের গা ঘেঁষে গুলি বেরিয়ে যায়। তবে গুলিবিদ্ধ হয়ে প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে লুটিয়ে পড়েন দু’জন আপ কর্মী। তাঁদের মধ্যে অশোক মান নামে এক আপ কর্মী ঘটনাস্থলেই মারা যান। হরেন্দ্র নামে গুলিবিদ্ধ আরেক আপ কর্মীকে হাসপাতালে ভরতি করা হয়েছে। সেখানেই আপাতত চলছে যমে-মানুষে লড়াই। তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলেই দাবি চিকিৎসকের। এই ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। কে বা কারা এমন কাণ্ড ঘটাল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

বিধায়ক নরেশ যাদব বলেন,”গুলিবিদ্ধ হয়ে আপ কর্মীর মৃত্যু সত্যিই দুর্ভাগ্যজনক। প্রায় চার রাউন্ড গুলি চালানো হয়েছে। কে বা কারা গুলি চালাল সে বিষয়ে আমি কিছুই জানি না। গুলি চালানোর কারণও বুঝতে পারছিনা। আমি নিশ্চিত পুলিশ খতিয়ে দেখলে পরিষ্কার হয়ে যাবে গোটা ঘটনা। তদন্তকারীরা রাস্তার ধারের সিসিটিভি ফুটেজের উপর ভরসা রাখলে নিশ্চয়ই দোষীদের চিহ্নিত করতে পারবে।” বিধায়ককে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় যথেষ্ট উদ্বেগপ্রকাশ করেছেন আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তারির দাবি জানিয়েছেন রাজ্যসভার সাংসদ।

[আরও পড়ুন: ‘দেশদ্রোহীদের গুলি করতে বলার মধ্যে ভুল কোথায়?’, ফের বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদের]

ঝাড়ু হাতে ঝোড়ো ইনিংস খেলে হ্যাটট্রিক করে ফেলেছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিবাসীর আস্থার পরীক্ষায় এবছরও রীতিমতো স্টার মার্কস পেয়ে পাশ করেছে আপ। আগামী ৫ বছরে রাজধানীর প্রশাসনিক ক্ষমতার রাশ থাকছে আম আদমি পার্টির হাতেই। বিধানসভায় ৭০ টি আসনের মধ্যে ৬২টি আসন পেয়েছে কেজরি অ্যান্ড কোং। আগামী ১৬ ফেব্রুয়ারি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার সিদ্ধান্ত অরবিন্দ কেজরিওয়ালের।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement