ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মালিকের সঙ্গে সামান্য বিবাদ হয়েছিল। তাই শাস্তি দিতে কর্মচারীকে জ্যান্ত পুড়িয়ে মারল দোকানের মালিক। শুধু তাই নয়, খুনের বিষয়টি চাপা দিতেও চেষ্টা করে অভিযুক্ত। বাজ পড়ে কর্মচারীর মৃত্যু হয়েছে বলেই প্রতিবেশীদের জানায় সে। যদিও সন্দেহের বশে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাঁদের বয়ানের ভিত্তিতে অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার সূত্রপাত শনিবার বিকেলে। কর্ণাটকের (Karnataka) মুলিহিথলু এলাকায় একটি দোকানে কাজ করতেন গজনানা নামে এক ব্যক্তি। শনিবার বিকেলে দোকানের মালিক তৌসিফ হোসেনের সঙ্গে তাঁর ঝামেলা লেগে যায়। বচসার তীব্রতা বাড়তে থাকায় গজনানার গায়ে আগুন ধরিয়ে দেয় তৌসিফ। ঘটনাস্থলেই পুড়ে মৃত্যু হয় গজনানার।
দোকানের কর্মচারীকে খুনের পরে গোটা বিষয়টিকে চাপা দিতে চেষ্টা করে তৌসিফ। স্থানীয়দের সে জানায়, আসলে বাজ পড়েছিল। তাতেই আহত হয়েছেন গজনানা। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছেন, এই কথা বলে স্থানীয়দের সন্দেহ দূর করতে চেষ্টা করে তৌসিফ। তবে প্রাথমিক তদন্তের পরেই ম্যাঙ্গালোর পুলিশ জানায়, গজনানাকে খুন করা হয়েছে।
তদন্তে নেমে দোকানের আশেপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাঁদের বয়ানের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত তৌসিফকে, এমনটাই জানিয়েছেন ম্যাঙ্গালোর পুলিশের কমিশনার কুলদীপ কুমার আর জৈন। আপাতত খুনের মামলা দায়ের করে তৌসিফের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.