সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশ ও সমাজবিরোধীদের সংঘর্ষে রবিবার গভীর রাতে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ দিল্লি। নেহেরু প্লেস অফিস কমপ্লেক্সের একটি হোটেলের সামনে ঘটনাটি ঘটেছে।এই ঘটনার পর আকবর নামে এক দাগী অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু তার দলের বাকিরা পালিয়ে গিয়েছে।
এই আকবরের নামে চুরি,ছিনতাই-সহ একাধিক অভিযোগ রয়েছে। তাই তার ওপর ২৫ হাজার টাকার পুরস্কারমূল্যও ছিল। এদিন রাত আড়াইটে নাগাদ পুলিশ ও সমাজবিরোধীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। গোপনসূত্রে খবর পেয়েই আকবরকে ধরার জন্য ফাঁদ পেতেছিল পুলিশ। কিন্তু গ্রেপ্তার করতে যেতেই পুলিশকে দেখে গুলি ছুঁড়তে শুরু করে তারা। জবাবে পাল্টা গুলি চালায় পুলিশও। দু’পক্ষের মধ্যে মোট ১৩ রাউন্ড গুলি চলে। মেট্রো পরিষেবা বন্ধ থাকায় কোনও সাধারণ মানুষ আহত হয়নি। তবে দু’জন পুলিশের গায়ে গুলি লাগলেও বুলেটপ্রুফ জ্যাকেট পরে থাকায় তাঁরা বেঁচে যান।
Delhi: After shootout near Nehru Place Metro Station, Police nabbed criminal Akbar, carrying a reward of Rs25k on his head.His aide escaped. pic.twitter.com/ZVyxhFOBwO
— ANI (@ANI_news) 6 February 2017
পুলিশের সিনিয়র আধিকারিক রোমিল বানিয়ার কথায়, ‘আকবরের বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতি এবং খুনের অভিযোগ আছে। সংঘর্ষের পর আকবর ওরফে দানিশকে গ্রেপ্তার করা হলেও তার আরেক শাগরেদ আসিফ ও দলের অন্যান্যরা পালাতে সক্ষম হয়।’ এর আগে গত বছর ডিসেম্বরে দক্ষিণ দিল্লিতেই আরেকটি গুলি চালানোর ঘটনাতেও অভিযুক্ত ছিল আসিফ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.