Advertisement
Advertisement
Shootout

চলন্ত ট্রেনে শুটআউট! জয়পুর-মুম্বই এক্সপ্রেসে আরপিএফের গুলিতে নিহত ASI-সহ ৪

আগ্নেয়াস্ত্র-সহ আটক অভিযুক্ত আরপিএফ কনস্টেবল।

Shootout at running train! atleast four killed in Jaipur-Mumbai Express, accused RPF constable deatined | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:July 31, 2023 8:38 am
  • Updated:July 31, 2023 8:48 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাড়হিম করা ঘটনা। সাতসকালে মুম্বই-জয়পুর এক্সপ্রেসে শুটআউট (Shootout)। চলন্ত ট্রেনে গুলিতে নিহত অন্তত চার। নিহতদের মধ্যে এক আরপিএফের (RPF) এএসআই বলে খবর। বাকি তিনজন যাত্রী। অভিযোগের তির আরপিএফের এক কনস্টেবলের দিকে। মহারাষ্ট্রের পালঘরের কাছে চলন্ত ট্রেনে এমন ঘটনায় ব্যাপক আতঙ্কিত যাত্রীরা। ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে তদন্তে নেমেছে রেল। অভিযুক্তকে আগ্নেয়াস্ত্র-সহ আটক করা হয়েছে।

পশ্চিম রেল সূত্রে খবর, সোমবার সকালে মুম্বইগামী জয়পুর এক্সপ্রেস (Jaipur-Mumbai Express) পালঘর স্টেশন ছাড়ার পরই ঘটনাটি ঘটে। ঘড়িতে সময় তখন ভোর ৫টা। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের বি-৫ কামরায় আরপিএফের এক কনস্টেবল তাঁর কাছে থাকা বন্দুক নিয়ে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকেন। গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন চারজন। এরপর দহিসার স্টেশন ঢোকার সময় অভিযুক্ত ট্রেন থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু ধরা পড়ে যায়। আগ্নেয়াস্ত্র-সহ তাকে আটক করা হয়। অভিযুক্তের নাম চেতন সিং। 

Advertisement

[আরও পড়ুন: ‘শিরদাঁড়া আছে, আজকের প্রজন্মের মডেল’, বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে আবেগপ্রবণ মদন]

এদিকে গুলিবিদ্ধ ৪ জনকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে মৃত (Death) বলে ঘোষণা করেন চিকিৎসকরা। জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন আরপিএফের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর। বাকি তিনজন সাধারণ যাত্রী। কী কারণে অভিযুক্ত আরপিএফ কনস্টেবল (RPF Constable) চেতন সিং এমন প্রাণঘাতী হামলা চালাল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে পশ্চিম রেল (Western Railways) সূত্রে খবর। এহেন ঘটনায় একেবারেই হতভম্ব যাত্রীরা। চলন্ত ট্রেনে এমন হামলার ঘটনায় আতঙ্কের পাশাপাশি রেলের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠে গেল।

[আরও পড়ুন: ‘আমিও বিষ মাল’, বিপ্লব চট্টোপাধ্যায়ের ‘জুতোপেটা’ কটাক্ষের কড়া জবাব কুণালের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement