Advertisement
Advertisement
Delhi

দিল্লির হাসপাতালে এলোপাথাড়ি গুলি বন্দুকবাজের, মৃত রোগী

দিল্লির সরকারি হাসপাতালে বন্দুকবাজের হামলা! গুলি লেগে মৃত্যু হল হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর। জানা গিয়েছে, হাসপাতালে ঢুকে একাধিক গুলি চালিয়েছে ১৮ বছর বয়সি এক যুবক। তবে আপাতত সে পলাতক বলে জানা গিয়েছে। 

Shooting at Delhi hospital, one patient killed
Published by: Anwesha Adhikary
  • Posted:July 14, 2024 6:39 pm
  • Updated:July 14, 2024 7:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির সরকারি হাসপাতালে বন্দুকবাজের হামলা! গুলি লেগে মৃত্যু হল হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর। জানা গিয়েছে, হাসপাতালে ঢুকে একাধিক গুলি চালিয়েছে ১৮ বছর বয়সি এক যুবক। তবে আপাতত সে পলাতক বলে জানা গিয়েছে। 

ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল চারটে নাগাদ। জানা গিয়েছে, দিল্লির (Delhi) গুরু তেগ বাহাদুর হাসপাতালে আচমকাই বন্দুক হাতে ঢুকে পড়ে ১৮ বছর বয়সি এক যুবক। সটান পৌঁছে যায় হাসপাতালের চারতলায়। সেখানে চিকিৎসাধীন ছিলেন রিয়াজুদ্দিন নামে এক ব্যক্তি। পেটের সমস্যার কারণে তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে।

[আরও পড়ুন: মাটি খুঁড়তেই ‘ঐতিহাসিক’ রত্নভাণ্ডার! বিপুল সোনা, রুপো দেখে ‘থ’ মনরেগা শ্রমিকরা]

রিয়াজুদ্দিনকে দেখেই সটান গুলি চালাতে শুরু করে ওই যুবক। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তিন থেকে চার রাউন্ড গুলি চলে। গুলি লেগে গুরুতর আহত হন রিয়াজুদ্দিন। ঘটনাস্থলে পৌঁছে রিয়াজুদ্দিনকে আহত অবস্থায় দেখতে পায় পুলিশ। তবে পরে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত বন্দুকবাজ পলাতক বলেই জানা গিয়েছে পুলিশ সূত্রে।

ইতিমধ্যেই অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। ডিসিপি বিষ্ণু শর্মা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে পাঁচটি কার্তুজের খোল উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে অনুমান, ব্যক্তিগত আক্রোশের কারণেই ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। আপাতত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করে তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অন্যদিকে,  এই ঘটনার পরেই দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ জানিয়েছেন, প্রত্যেকটি হাসপাতালের নিরাপত্তা খতিয়ে দেখা হবে। নিরাপত্তায় এতবড় গাফিলতি মোটেই বরদাস্ত করা হবে না। 

[আরও পড়ুন: ভারতীয় শহিদ জওয়ানের বিধবা স্ত্রীকে সোশাল মিডিয়ায় কুমন্তব্য! পাকিস্তানির বিরুদ্ধে অভিযোগ

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement