Advertisement
Advertisement

কৃষকদের ‘পাশেই’ যোগী সরকার! ঋণ মকুব মোটে ১৯ পয়সা

স্বয়ং প্রধানমন্ত্রী ঋণ মকুবের আশ্বাস দিয়েছিলেন, পরিণতিতে...

Shocking! UP Farmers get loan waiver of 19 paise and 50 paise
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 15, 2017 7:28 am
  • Updated:September 15, 2017 7:28 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রসিকতা না নির্মম রসিকতা! বিশেষণে যেন এ ঘটনাকে ব্যাখ্যা করা যায় না। ঋণের ভারে জর্জরিত কৃষকদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিল উত্তরপ্রদেশের যোগী সরকার। সেই মতো ঋণ মকুবের জন্য আর্থিক বরাদ্দও করা হয়েছিল। অথচ মকুবের পরিমাণ দেখলে চোখ কপালে উঠবে। কারও ঋণ মকুব হয়েছে মোটে ৫০ পয়সা তো কারও ১৯ পয়সা।

অপমানিত আঞ্চলিক ভাষা! জানেন কী বললেন রাষ্ট্রপতি? ]

Advertisement

ঈশ্বর দয়াল নামে এক কৃষক যখন জেলাশাসকের থেকে সার্টিফিকেট হাতে পান তখন নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি। মোটে ১৯ পয়সা ঋণ মকুব করা হয়েছে তাঁর ক্ষেত্রে। যাঁর কপাল ভাল, তাঁর ক্ষেত্রে মকুব হয়েছে ৫০ পয়সা বা ১ টাকা। কেউবা ১০ টাকাও ছাড় পেয়েছেন। কিন্তু এই কি পাওয়ার কথা ছিল? সরকার কি তাঁদের সঙ্গে নিষ্ঠুর রসিকতা করছে, প্রশ্ন কৃষকদের। ভরথনার এই কৃষকরা অবশ্য জানেন না কোথায় এর সদুত্তর মিলবে।

জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে চ্যালেঞ্জ রোহিঙ্গারা, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র ]

উত্তরপ্রদেশে ক্ষমতায় আসার আগে বিজেপির অন্যতম প্রতিশ্রুতি ছিল এই ঋণ মকুব। স্বয়ং নরেন্দ্র মোদি কনৌজের এক সভায় গত ফেব্রুয়ারি এ ব্যাপারে কৃষকদের আশ্বাস দিয়েছিলেন। রাজ্যে চাষবাসের দূরাবস্থা ঘটাতে ঋণ মকুব জরুরি বলেই জানিয়েছিলেন তিনি। তাঁর প্রতিশ্রুতিতে আশায় বুক বাঁধেন লক্ষাধিক কৃষক। ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃ্ত্বে প্রতিশ্রুতি পূরণের পর্ব শুরু হয়। কিন্তু ঋণ মকুবের চুক্তিপত্র বা সার্টিফিকেট বিলি শুরু হওয়ার পর থেকেই অবাক হওয়ার পালা। কোথাও ঋণ মকুব হয়েছে এক টাকা, দু’ টাকা তো কোথাও দশ টাকা। বরাত জোরে কেউ কেউ একশো বা দু’শো টাকাও ছাড় পেয়েছেন। স্বভাবতই সরকারের এই ব্যবহারে ক্ষুব্ধ কৃষকরা। ঈশ্বর দয়াল জানাচ্ছেন, তাঁর পূর্বপুরুষ স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তাঁদের মুখেই যেন থাপ্পড় কষাল যোগী সরকার।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সত্যদেব পচৌরি। তাঁর দাবি, কোনও কোনও কৃষকের ক্ষেত্রে আশি, নব্বই হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্তও ঋণ মকুব হয়েছে। যদিও কৃষকদের অধিকাংশেরই সার্টিফিকেটে তার ছোঁয়া দেখা যাচ্ছে না।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement