Advertisement
Advertisement

৪ লক্ষ টাকা বিদ্যুতের বিল বাকি মুলায়মের, নোটিস ধরাল যোগীর দপ্তর

এখানেই শেষ নয়, নেতাজির বাড়িতে বিদ্যুৎ চুরির ঘটনা ঘটেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে৷

'Shocking' Mulayam Singh Yadav has power bill worth Rs 4 lakh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 21, 2017 11:45 am
  • Updated:October 8, 2019 12:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা একেবারেই ভাল যাচ্ছে না সমাজবাদী পার্টি প্রধান মুলায়ম সিং যাদবের৷ ভাই ও ছেলের কোন্দলে উত্তরপ্রদেশের মসনদ হাতছাড়া হয়েছে৷ কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেও লাভের বদলে ক্ষতিই বেশি হয়েছে৷ ভাঙনের দোরগোড়ায় দাঁড়িয়ে এতদিনের দল৷ এতকিছুর পরও দুর্ভাগ্য যেন কিছুতেই পেছন ছাড়ছে না যাদব কূলপতির৷ এবার অনাদায়ী বিদ্যুতের বিলের দায় বর্তাল তাঁর উপর৷ ৪ লক্ষ টাকার বকেয়া বিদ্যুতের বিলের জন্য তাঁকে নোটিস ধরাল বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিদ্যুৎ দপ্তর৷

[‘রাবতা’র ৩২৪ বছরের ‘বৃদ্ধ’ এই অতিথি-শিল্পীকে চিনতে পারছেন?]

Advertisement

কোনও প্রাসাদের থেকে কম নয় সমাজবাদী পার্টি প্রমুখের ইটাওয়া’র এই বাড়িটি৷ ওই এলাকার সবচেয়ে বেশি পরিমান জায়গা নিয়ে তৈরি এটি৷ তার উপরে তাতে আবার এক ডজন বড় বড় ঘর রয়েছে৷ প্রত্যেকটি ঘরে এসি মেশিন বসানো রয়েছে৷ সামনে রয়েছে অত্যাধুনিক সুইমিং পুল৷ বিদ্যুতের সাহায্যে পুলের মধ্যে থাকা জলের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়৷ রয়েছে একটি লিফটও৷ বিশাল এই বাড়িতেই সম্প্রতি হানা দিয়েছিল বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের একটি দল৷ দেখা যায়, নির্দিষ্ট পরিমানের থেকে অনেক বেশি বিদ্যুৎ এতদিন ধরে ব্যবহার করে আসছে মুলায়ম ও তাঁর পরিবার৷

[বেতনের ২৫ % খোরপোশ দিতে হবে প্রাক্তন স্ত্রীকে, নির্দেশ সুপ্রিম কোর্টের]

এত কিছু থাকা সত্বেও এতদিন মুলায়মের এই বাড়ির জন্য দৈনিক মাত্র ৫ কিলোওয়াট বরাদ্দ ছিল৷ কিন্তু বিদ্যুৎ আধিকারিকরা জানিয়েছেন, একাধিকবার এই পরিমানের থেকে অনেক বেশি বিদ্যুৎ ব্যবহার করেছেন নেতাজি৷ সেই কারণেই তাঁর চার লক্ষ টাকা জরিমানা হয়েছে৷ এখানেই শেষ নয়, নেতাজির বাড়িতে বিদ্যুৎ চুরির ঘটনা ঘটেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে৷  অবশ্য মুলায়মের বাড়ির বিদ্যুৎ ব্যবহারের পরিমান বাড়িয়ে ৪০ কিলোওয়াট করে দিয়েছে বিদ্যুৎ দপ্তর৷

[রাহুল গান্ধীকে ‘অযোগ্য’ বলায় দল থেকে বহিষ্কৃত এই কংগ্রেস নেত্রী]

প্রসঙ্গত, কিছুদিন আগেই রাজ্যের ভিআইপিদের সুযোগ-সুবিধা কমানোর ইঙ্গিত দিয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ এই ঘটনা তারই প্রতিফলন বলে মনে করছেন অনেকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement