Advertisement
Advertisement
Shivraj Chouhan

‘সবাইকে রাম রাম’, মধ্যপ্রদেশের গদির লড়াইয়ে নয়া মাত্রা শিবরাজের পোস্টে

ফলপ্রকাশের পর সপ্তাহ ঘুরতে চললেও মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারল না বিজেপি।

Shivraj Chouhan's
Published by: Subhajit Mandal
  • Posted:December 10, 2023 10:06 am
  • Updated:December 10, 2023 10:06 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড় থেকে কি নিজেকে সরিয়ে নিলেন শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)? তাঁর দপ্তরের করা একটি সোশাল মিডিয়া পোস্টে জল্পনায় নয়া মাত্রা যোগ হল। শনিবার শিবরাজের দপ্তর থেকে আচমকাই তাঁর হাতজোড় করা একটি ছবি পোস্ট করা হয়। সেখানে কেবল লেখা, ‘সবাইকে রাম-রাম!’ আর তাতেই জল্পনার তুফান উঠছে।

ভারতীয় সংস্কৃতিতে ‘রাম-রাম’ শব্দটি দু’ভাবে ব্যবহার হয়। কারও সঙ্গে দেখা হলে প্রথম সম্ভাষণে, আবার কাউকে বিদায় জানানোর সময়। শিবরাজ এই পোস্টের মধ্যে দিয়ে রাম-রামের কোন অর্থ বোঝাতে চেয়েছেন তা পরিষ্কার নয়। কারও কারও ধারণা, শিবরাজকে হয়তো মুখ্যমন্ত্রিত্বের লড়াই থেকে সরিয়ে কেন্দ্রীয় রাজনীতিতে নিয়ে যেতে চাইছে বিজেপি। তার বদলে মধ্যপ্রদেশে নয়া মুখ আনা হতে পারে। আবার কারও কারও ধারণা, মুখ্যমন্ত্রী পদে ফের ‘মামা’র নামই চূড়ান্ত।

[আরও পড়ুন: শৌচালয়ের বাইরে শৌচকর্মের ‘অপরাধ’, ২৫ পড়ুয়ার হাতে গরম তেল ঢেলে শাস্তি ছত্তিশগড়ে!]

ফলপ্রকাশের পর সপ্তাহ ঘুরতে চললেও তিন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নাম প্রকাশ করতে পারেনি গেরুয়া শিবির। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) মুখ্যমন্ত্রীদের নাম চূড়ান্ত করলেও গোষ্ঠীকোন্দল ঠেকাতে কারর নাম মুখে আনেননি। রবিবার রাজস্থান ও ছত্তিসগড়ে বিধায়কদের বৈঠক রয়েছে। সোমবার হবে মধ্যপ্রদেশের বৈঠক। বৈঠক চলাকালীন তিন রাজ্যের পর্যবেক্ষকদের ফোনে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের নাম জানাবেন বলে বিজেপি (BJP) সূত্রের খবর।

[আরও পড়ুন: বিধানসভা থেকে সাভারকরের ছবি সরানোর দাবি মল্লিকার্জুন খাড়গের ছেলের, বাধা দিল দলই]

মধ্যপ্রদেশ বিজেপিও সেকথাই বলছে। দলের রাজ্য সভাপতি ভিডি শর্মা (VD Sharma) বলছেন, “সোমবার সকালে তিন জন কেন্দ্রীয় পর্যবেক্ষক ভোপালের মাটি ছোবেন। বিকেল ৪ টেয় বিধায়করা মিলিত হয়ে তাঁদের নেতাকে বেছে নেবেন। সমস্ত বিধায়কের কাছেই আমন্ত্রণপত্র পৌঁছে গিয়েছে।” আসলে মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রিত্বের লড়াইটা বেশ কঠিন। শিবরাজের পাশাপাশি সেরাজ্যে আরও অন্তত জনা চারেক প্রভাবশালী নেতা মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে আছেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement