Advertisement
Advertisement

Breaking News

Eknath Shinde

শিণ্ডেকে নিয়ে মসকরা! শিব সেনার রোষানলে কমেডিয়ান কুণাল, ব্যাপক ভাঙচুর মুম্বইয়ে

কমেডিয়ান কুণালকে দেশছাড়া করারও হুঁশিয়ারি শিণ্ডে শিবিরের।

Kunal Kamra's jokes on Eknath Shinde spark row, Shiv Sena workers vandalise venue
Published by: Amit Kumar Das
  • Posted:March 24, 2025 8:50 am
  • Updated:March 24, 2025 8:59 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা শিব সেনা (শিণ্ডে) প্রধান একনাথ শিণ্ডেকে নিয়ে কৌতুক করে বিপাকে কমেডিয়ান কুণাল কামরা। এই ঘটনায় কুণালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পাশাপাশি রবিবার মুম্বইয়ের হোটেলে ব্যাপক ভাঙচুর চালাল শিব সেনার কর্মী-সমর্থকরা। সবমিলিয়ে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

সম্প্রতি মুম্বইয়ের এক হোটেলে নিজের চেনা ভঙ্গিতে কৌতুক করতে দেখা যায় কুণাল কামরাকে। সেখানে মহারাষ্ট্রের সাম্প্রতিক রাজনীতি শিবসেনার দ্বিখণ্ডিত হওয়ার ঘটনাকে কটাক্ষ করেন কুণাল। নাম না করে একনাথ শিণ্ডেকে কটাক্ষ করেন। এমনকী গান বেঁধে তাঁকে গদ্দার বলতেও ছাড়েননি। সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই তেতে ওঠেন শিণ্ডে সমর্থকরা। যে হোটেলে এই শো রেকর্ড করা হয়েছিল, রবিবার সেখানে হামলা চালানো হয়। শিব সেনা (শিণ্ডে) সমর্থকরা ব্যাপক ভাঙচুর চালায় সেখানে।

Advertisement

কুণালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যেখানে বলা হয়েছে, ‘কুণাল একনাথ শিণ্ডেকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন। যা জনগণের ভাবাবেগে আঘাত করেছে।’ শিণ্ডে শিবিরের সাংসদ সঞ্জয় নিরুপম রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামিকাল সকাল ১১টায় কুণালকে মারধোর করা হবে। এমনকী তাকে দেশছাড়া করারও হুঁশিয়ারি দেওয়া হয়। সবমিলিয়ে গোটা ঘটনায় রীতিমতো তপ্ত হয়ে উঠেছে মুম্বই।

যদিও এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে উদ্ধব শিবিরের তরফে। শিণ্ডেকে দুর্বল স্বরাষ্ট্রমন্ত্রী কটাক্ষ করেছেন সঞ্জয় রাউত। পাশাপাশি কুণালের বিতর্কিত গানের পাশে দাঁড়িয়ে উদ্ধবপুত্র আদিত্য ঠাকরে বলেন, ‘এই গানে ভুল কিছু নেই। গানটির বৃহত্তর অর্থ রয়েছে। ভীতু, কাপুরুষরাই এই নিয়ে বিতর্ক বাধাচ্ছে।’ রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি এই গানকে ১০০ শতাংশ সঠিক বলে জানিয়েছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub