Advertisement
Advertisement

Breaking News

‘হিন্দু রাষ্ট্র্রের স্বপ্নপূরণে রাষ্ট্রপতি করা হোক মোহন ভাগবতকে’

এ প্রস্তাব কার?

Shiv Sena wants Mohan Bhagwat as President of India
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 27, 2017 1:19 pm
  • Updated:August 8, 2019 1:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে মোহন ভাগবতের নাম বিবেচনা করে দেখা হোক। এমনটাই দাবি জানিয়েছে শিব সেনা। সোমবার শিব সেনার নেতা ও সাংসদ সঞ্জয় রাওয়াত বলেন, ‘হিন্দু রাষ্ট্রের’ স্বপ্ন পূরণ করতে হলে সরসংঘচালক মোহন ভাগবতকেই রাষ্ট্রপতি পদে বসাতে হবে। তিনি জানান, “দেশের প্রধানমন্ত্রী হিন্দুত্ববাদী। উত্তরপ্রদেশেও একজন হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী রয়েছেন। তাই এবার ‘হিন্দু রাষ্ট্রের’ স্বপ্ন পূরণ করতে মোহন ভাগবতকে রাষ্ট্রপতি করা হোক।”

[‘বিপদ বুঝলে আগেই পাকিস্তানে পরমাণু হামলা চালাবে ভারত’]

সম্প্রতি, শিব সেনার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে বিজেপি। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরেকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন বলে জানা গিয়েছে। তবে খবরটির বিষয়ে অজ্ঞতা প্রকাশ করেছেন শিব সেনার অন্যান্য নেতারা। ২০১৪ লোকসভা নির্বাচনের পর থেকেই সেনা-বিজেপি সম্পর্কে ভাঙনের সূত্রপাত হয়। কিছুদিন আগে বৃহণ্মুম্বই পুরসভা নির্বাচনে দু’দলই আলাদা ভাবে লড়াইয়ে নেমেছিল। উত্তরপ্রদেশ ও মণিপুরে নির্বাচন জিতে এবার পছন্দের রাষ্ট্রপতি প্রার্থীকে মনোনীত করার দিকে আরও এগিয়ে গেল বিজেপি। শিব সেনার সমর্থন পেলে সেক্ষেত্রে আরও এগিয়ে যাবে দলটি। তবে বিজেপির পছন্দ হিসেবে উঠে আসছে প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবানীর নামও। যদিও এখনও পর্যন্ত শিব সেনা দলীয়ভাবে রাওয়াতের এ বক্তব্যের পক্ষে কোনও বিবৃতি প্রকাশ করেনি।

Advertisement

[যুব বিশ্বকাপের ফাইনাল পেল যুবভারতীই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement