সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভায় অনাস্থা ভোটের আগে বড়সড় স্বস্তিতে বিজেপি৷ শরিকি কোন্দল ভুলে এনডিএ-র পক্ষেই ভোটদানের সিদ্ধান্ত নিল বিজেপির সবচেয়ে বড় জোটসঙ্গী শিব সেনা৷ আস্থা ভোটের ঠিক একদিন আগে অর্থাৎ বৃহস্পতিবার শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে ফোনে কথা বলেন বিজেপি সভাপতি অমিত শাহ৷ অমিত শাহ-র ফোনের পরই অনাস্থা প্রস্তাবের বিপক্ষে ভোটদানের সিদ্ধান্ত নেন উদ্ধব৷ ইতিমধ্যেই দলীয় সাংসদদের আগামিকাল সংসদে হাজির থাকার নির্দেশ দিয়েছেন শিব সেনা প্রধান৷ সাংসদদের অনাস্থার বিপক্ষে ভোট দেওয়ার জন্য হুইপও জারি করেছেন তিনি৷ শিব সেনার এই সিদ্ধান্ত অনাস্থার আগে বড়সড় স্বস্তি পেল বিজেপি৷ কারণ সেনার ১৮ সাংসদ অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেওয়ায় প্রস্তাব খারিজ হয়ে যাওয়া কার্যত নিশ্চিত হয়ে গেল৷ এদিকে, বিজেপির বিদ্রোহী সাংসদ শত্রুঘ্ন সিনহাও সরকারের পক্ষেই ভোট দেবেন বলে জানিয়েছেন৷
Shiv Sena will vote against the #NoConfidenceMotion. The party has issued a whip for its MPs, directing them to support the govt. pic.twitter.com/ltNNFX4qai
— ANI (@ANI) July 19, 2018
এরপরেও অবশ্য বিরোধীরা আশা ছাড়ছেন না৷ ডিএমকে নেতা এম কে স্টালিন আজও বিরোধী ঐক্যের পক্ষে সওয়াল করেছেন৷ এদিকে, আগামিকাল সংসদে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে বিজু জনতা দলের সাংসদদেরও৷ তবে, তারা অনাস্থার পক্ষে না বিপক্ষে তা এখনও স্পষ্ট নয়৷ আগামিকাল সংসদে হাজির থাকবেন এরাজ্যের সব তৃণমূল সাংসদও৷
Biju Janata Dal(BJD) issues whip, directs MPs to be present in Lok Sabha tomorrow for the #noconfidencemotion pic.twitter.com/WzyxRU19qD
— ANI (@ANI) July 19, 2018
BJP MP Shatrughan Sinha will vote against the #NoConfidenceMotion (file pic) pic.twitter.com/SFoPa7cmQ2
— ANI (@ANI) July 19, 2018
উল্লেখ্য গতকালই, ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী দাবি করেছিলেন সরকার ফেলে দেওয়ার মতো সাংসদ সংখ্যা রয়েছে বিরোধীদের হাতে৷ তারপরই আজ বিজেপি নেতা-মন্ত্রীরা সোনিয়াকে একের পর আক্রমণ শানানো শুরু করেছেন৷ কেউ কেউ সোনিয়াকে ব্যক্তিগত আক্রমণও করেছেন৷ সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার বলেন, সোনিয়া গান্ধী অনেক আগে থেকেই অঙ্কে দুর্বল৷ আবার বর্ষীয়ান বিজেপি নেতা রাম মাধবের কটাক্ষ, “ভারতীয়দের অঙ্ক বলে বিরোধীদের কাছে যথেষ্ঠ সাংসদ নেই, সোনিয়া গান্ধী কোন দেশে অঙ্ক শিখেছেন জানি না৷ ”
Bharat ke ganit me to numbers hote nahi hain opposition ke paas aur kahan ke ganit mein hain ye to mujhe malum nahi hai. We will see today & tomorrow that which regional parties get together with Congress as a B team: Ram Madhav, BJP National General Secretary #NoConfidenceMotion pic.twitter.com/1iDaP5OOis
— ANI (@ANI) July 19, 2018
Sonia ji’s maths is weak. They had calculated similarly in 1996. We know what happened then. Their calculation is wrong yet again. Modi govt has majority both inside & outside Parliament. NDA will vote against #NoConfidenceMotion. NDA+ will also support us: Union Min Ananth Kumar pic.twitter.com/R4D5IinNox
— ANI (@ANI) July 19, 2018
সব মিলিয়ে টিডিপির অনাস্থা প্রস্তাব ঘিরে তুঙ্গে রাজধানীর রাজনীতি৷ তবে, বিশেজ্ঞরা বলছেন সংখ্যাতত্ত্বের বিচারে সরকার পড়ে যাওয়ার কোনও সম্ভাবনা এখনই নেই৷ তবে, আগামিকাল সংসদেই স্পষ্ট হতে চলেছে ‘১৯-এর রূপরেখা৷ কারণ, আগামিকালই স্পষ্ট হয়ে যাবে কোন কোন দল বিজেপির পক্ষে আর কোন কোন দল বিরোধীদের পক্ষে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.