Advertisement
Advertisement
Mamata Banerjee-Shiv Sena

তৃণমূল সুপ্রিমোর আহ্বানে সাড়া, অবিজেপি মুখ্যমন্ত্রীদের একজোট করে বৈঠকের উদ্যোগ শিব সেনার

এনসিপির সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে, জানালেন শিব সেনা মুখপাত্র সঞ্জয় রাউত।

Shiv Sena takes initiative to unite all non-BJP CMs for a discussion after Mamata Banerjee sent letter to the oppositions | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:April 17, 2022 8:38 pm
  • Updated:April 17, 2022 8:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিজেপি বিরোধী জোটে শান দেওয়ার আহ্বানে সাড়া। সমস্ত অবিজেপি মুখ্যমন্ত্রীদের ঐক্যবদ্ধ করে আলোচনার টেবিলে বসার উদ্যোগ নিল শিব সেনা (Shiv Sena)। সূত্রের খবর, রবিবার শিব সেনার তরফে মুখপাত্র সঞ্জয় রাউত জানিয়েছেন, মহারাষ্ট্রের জোট সরকারের শরিক এনসিপি প্রধান শরদ পওয়ারের সঙ্গে কথা হয়েছে শিব সেনার। শিগগিরই মুম্বইয়ে অবিজেপি মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসার পরিকল্পনা চলছে। যদিও এ বিষয়ে নবান্নের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

[আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় রাজ্যে বাড়ল করোনার পজিটিভিটি রেট, স্বস্তি দিচ্ছে সুস্থতার হার]

মার্চের শেষে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের উদ্দেশে চিঠি লিখেছিলেন। যেখানে তিনি কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভেঙে দেওয়ার অভিযোগ তুলেছিলেন। সমমনোভাবাপন্ন দলগুলির কাছে একজোট হয়ে এর বিরুদ্ধে গর্জে ওঠার আহ্বান জানিয়েছিলেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ”বিজেপি গণতন্ত্রের উপর সরাসরি আঘাত করছে। সকলের কাছে আমার আবেদন, নিজেদের সময়-সুযোগমতো একসঙ্গে বসে আলোচনা করি এবং এর বিরোধিতায় সরব হই।” এ প্রসঙ্গে তিনি বিরোধী রাজ্যগুলিতে সিবিআই (CBI) সক্রিয়তা, বিরোধীদের সম্মতি ছাড়া সংখ্যাধিক্যের জোরে একাধিক আইন সংশোধন করে নেওয়ার কথা উল্লেখ করেছেন। এসবের জেরেই তাঁর মত, গণতান্ত্রিক ব্যবস্থা সম্পূর্ণ গুঁড়িয়ে দিতে চাইছে কেন্দ্রের ক্ষমতাসীন দল।

Advertisement
অবিজেপি মুখ্যমন্ত্রীদের লেখা মমতার চিঠি।

তাঁর আবেদনে সাড়া দেওয়ার ইঙ্গিত আগেই দিয়েছিল শিব সেনা, এনসিপি (NCP)। এমনকী রবিবার দেশবাসীর উদ্দেশে বিরোধী জোটসঙ্গীদের লেখা খোলা চিঠিতে একযোগে সই করেছিলেন মমতা, সোনিয়া, শরদ পওয়াররা। এবার এনসিপি-শিব সেনা একযোগে তৃণমূল সুপ্রিমোর উদ্যোগে সাড়া দিয়ে সকল বিরোধীকে এক আলোচনার টেবিলে আনার উদ্যোগ নিচ্ছেন বলে জানিয়েছেন শিব সেনা মুখপাত্র সঞ্জয় রাউত। 

[আরও পড়ুন: ক্ষমতায় এসেই মোদিকে চিঠি নতুন পাক প্রধানমন্ত্রীর, দিলেন কাশ্মীর সমস্যা সমাধানের বার্তা]

শনিবার দেশের মোট ৫টি কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলে বিজেপি ডাহা ফেল।  সবকটি আসনেই বিরোধীদের জয়জয়কার। এই পরিস্থিতিতে বিরোধী শক্তি আরও জোরদার করতেই শিব সেনার এই পরিকল্পনা বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। প্রসঙ্গত, ২০২৪এ লোকসভা ভোটের আগে রয়েছে রাষ্ট্রপতি পদের নির্বাচন। তাতে বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে জোট প্রার্থী দিতে পারে কি না, সে বিষয়েও আলোচনা চলছে। তবে তার আগে যত দ্রুত সম্ভব অবিজেপি মুখ্যমন্ত্রীদের একজোট করে আলোচনায় বসাতে তৎপর উদ্ধব ঠাকরের শিব সেনা।   

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement