ফাইল ফটো
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘অজিত পাওয়ার আমাদের পিছন থেকে ছুরি মেরেছেন।’ সাতসকালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে ফের দেবেন্দ্র ফড়ণবিসের শপথ নেওয়ার খবর শুনে প্রথম প্রতিক্রিয়া এটাই ছিল শিব সেনার। অজিত পওয়ার বেইমান এবং বিশ্বাসঘাতক বলেও অভিযোগ করেন শিব সেনার রাজ্যসভা সাংসদ সঞ্জয় রাউত। পাশাপাশি এই সরকার গঠনের পিছনে শরদ পওয়ারের কোনও সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন তিনি। শনিবার সকালে এনসিপি সুপ্রিমো এবিষয়ে সেনা প্রধান উদ্ধব ঠাকরকে আশ্বস্ত করেছেন বলেও জানিয়েছেন। ভাইপো অজিতের সঙ্গে এবিষয়ে শরদ পওয়ারের কোনও কথা হয়নি বলেও জানান সঞ্জয়।
এপ্রসঙ্গে তিনি বলেন, ‘গত ২০ দিন ধরে মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে এনসিপির সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে আমাদের। অজিতজিও সেই আলোচনাগুলিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। কিন্তু, গতকাল সন্ধেয় ওঁনার আচরণ একটু অন্যরকম লেগেছিল। বৈঠকে আমার পাশে বসে থাকলেও চোখে চোখ রেখে কথা বলছিলেন না। মনে হচ্ছিল কোনও অপরাধ করেছেন বা কিছু লুকোতে চাইছেন। পরে রাতের দিকে তিনি বৈঠক ছেড়ে বেরিয়ে যান। তখনও বুঝতে পারিনি তিনি এই ধরনের কোনও ভাবনাচিন্তা করছেন। নিজের কাকা ও মহারাষ্ট্রের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি। শিব সেনাকে পিছন থেকে ছুরি মেরেছেন। এর জন্য মহারাষ্ট্রের মানুষ তাঁকে কোনওদিন ক্ষমা করবে না।’
সদ্য মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়া অজিত পওয়ারকে আক্রমণ করে তিনি আরও বলেন, ‘নিজেকে বাঁচানোর জন্য বেইমানি করে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন অজিত। কারণ, উনি যা দুর্নীতিগ্রস্ত তাতে ওনার জায়গা হওয়ার কথা আর্থার জেলে। আশাকরি এবার সেখানেই মহারাষ্ট্র মন্ত্রিসভার বৈঠক হবে। মহারাষ্ট্রের সরকার গঠনকে কেন্দ্র করে মাঝরাতে যা হল তা অশুভ। আশাকরি এই পাপের বিনাশ হবে।’
#WATCH Sanjay Raut, Shiv Sena: Kal 9 baje tak ye mahashaye (Ajit Pawar) hamare saath baithe the, achanak se gayab ho gaye baad mein. Vo nazro se nazre mila kar nahi bol rahe the, jo vyakti paap karne jata hai uski nazar jaise jhukti hai, waise jhuki nazro se baat kar rahe the. pic.twitter.com/dL6olqXFK9
— ANI (@ANI) November 23, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.