সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘর বাঁচাতে বুধবারই অন্যতম জোটসঙ্গী শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ চেষ্টা করবেন মানভঞ্জন করে ২০১৯-এ এনডিএ জোটকে রক্ষা করার৷ কিন্তু তার আগেই বিজেপির বিরুদ্ধে বিষোদগার করল শিবসেনা৷ মুখপত্র ‘সামনা’তে তাঁরা স্পষ্ট করে জানাল, আসন্ন লোকসভায় একক শক্তিতেই লড়াই করবে৷ কোনও গেরুয়া ছাতার তলায় আসার প্রয়োজন পড়বে না তাদের৷
[নরেন্দ্র মোদিকে জেলে পুরতে চেয়েছিল সিবিআই! চাঞ্চল্যকর সাক্ষ্য প্রাক্তন পুলিশকর্তার]
সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম উল্লেখ না করলেও, তাঁকে টার্গেট করেছে উদ্ধবের দল৷ সামনা’তে লেখা হয়েছে, যেহেতু তাঁদের একার ক্ষমতায় লড়াইয়ের সাহস রয়েছে তাই তাঁদের কোনও ‘হিন্দুত্বের পোস্টার বয়’-এর প্রয়োজন নেই৷ বিরোধীদের জোটবদ্ধ হতে দেখে ২০১৮-এর লক্ষ্যে নিজেদেরও ঘর গোছাতে শুরু করেছে গেরুয়া শিবির৷ সেলক্ষ্যে ‘Sampark for Samarthan’ নামক একটি নয়া উদ্যোগ গ্রহণ করেছেন দলের সর্বভারতীয় সভাপতি৷ এই উদ্যোগে, এনডিএ জোটের সমস্ত সঙ্গীদের বাড়ি বাড়ি গিয়ে মান ভাঙানোর কাজ করছেন খোদ অমিত শাহ৷ কথা বলে শুনছেন তাঁদের অভাব, অভিযোগ৷ এই উদ্যোগ কর্মসূচির অঙ্গ হিসাবেই বুধবার শিব সেনা প্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি৷ তবে তার আগেই বিজেপির এই নয়া উদ্যোগের কড়া সমালোচনা করা হয়েছে শিব সেনার মুখপত্রে৷ বলা হয়েছে, শিব সেনা এমন একটি দল যাঁরা জনগণের জন্য ও জনগমের হয়ে কাজ করে৷ কিন্তু বিজেপির সঙ্গে সম্পর্ক রাখা মানে নিজেদের সমস্ত স্বাধীনতা বিকিয়ে দেওয়া৷
[‘অপারেশন ব্লু স্টার’-এর বর্ষপূর্তিতে ফের জোরালো খলিস্তান গঠনের দাবি]
সম্প্রতি মুম্বইয়ের পালঘর লোকসভা কেন্দ্রে হয়ে গিয়েছে উপনির্বাচন৷ ২০১৪-তে কেন্দ্রটি বিজেপির ঝুলিতে গিয়েছিল৷ এনডিএ জোটে থাকা শিব সেনা তখন লড়াইয়ের ময়দানে ছিল না৷ তবে এবার চিত্রনাট্য অন্যরকমের ছিল৷ এনডিএ সঙ্গী হয়েও পালঘরে লোকসভা উপনির্বাচনে বিজেপির বিরুদ্ধে প্রার্থী দেয় উদ্ধব ঠাকরের দল৷ ২০১৪-তে এই কেন্দ্রে বিজেপি একাই পেয়েছিল ৫৩.৭২ শতাংশ ভোট৷ তবে এবার, জয় পেলেও বিজেপির ভোট শেয়ার কমেছে প্রায় ২৩ শতাংশ৷ এই কেন্দ্রে সদ্য সমাপ্ত উপনির্বাচনে বিজেপি পেয়েছে ৩০.৭৬ শতাংশ ভোট৷ এবং একা লড়াই করে শিব সেনা পেয়েছে ২৭.৪২ শতাংশ ভোট৷ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে এই, ফলাফলই শিব সেনাকে বাড়তি সাহস দিচ্ছে বিজেপির সঙ্গ ত্যাগ করে মুম্বইয়ে তাদের একক ক্ষমতা প্রদর্শনের৷ যে কেন্দ্রে ২০১৪-তে তাদের কোনও সংগঠনই ছিল না, সেখানে চার বছরের মাথায় প্রায় ২৭ শতাংশ ভোট পাওয়াকে কোনও ভাবেই খাটো করতে দেখতে রাজি নন সেনার নেতারা৷ আর সেই সাহস থেকেই তাঁদের মুখপত্রে ২০১৯-এ একা লড়ার কথা ঘোষণা করেছে শিবসেনা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.