Advertisement
Advertisement

ঘরেই অস্বস্তি বিজেপির, এবার পুলওয়ামা হামলা-এয়ারস্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলল শিব সেনাও

মৃতের সংখ্যা জানালে মনোবল কমবে না সেনার, মত শিব সেনার।

Shiv Sena questions govt over Air strike
Published by: Subhajit Mandal
  • Posted:March 5, 2019 3:28 pm
  • Updated:March 5, 2019 3:28 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন প্রশ্ন তুলছিল বিরোধীরা। এবার বিজেপির সবচেয়ে পূরনো জোটসঙ্গীই প্রশ্ন তুলে দিল পুলওয়ামা হামলায় সরকারের ব্যর্থতা এবং এয়ারস্ট্রাইকের সাফল্য নিয়ে। দলীয় মুখপত্র সামনায় শিব সেনা দাবি করেছে, ভারতের এয়ারস্ট্রাইকে শত্রুদেশের কী পরিমাণ ক্ষতি হয়েছে তা জানার অধিকার প্রত্যেক ভারতীয়র আছে। পুলওয়ামায় ৩০০ কেজি আরডিএক্স কোথা থেকে এল, জঙ্গিরা তা কোথায় পেল তা নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপির বৃহত্তম জোটসঙ্গী।

[‘এবার জঙ্গিদের ঘরে ঢুকে মারব’, আরও বড় হামলার ইঙ্গিত প্রধানমন্ত্রীর!]

পুলওয়ামা হামলায় সরকারের ব্যর্থতা এবং এয়ারস্ট্রাইকের সাফল্য নিয়ে প্রশ্নটি প্রথম তুলেছিলেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই প্রথম পুলওয়ামা হামলায় তদন্তের দাবি জানান, এবং সেই সঙ্গে ভারতের এয়ারস্ট্রাইকে কত জঙ্গির মৃত্যু হয়েছে তা জানতে চান। এরপর মমতার সুরে সুর মেলান দিগ্বিজয় সিং, কপিল সিব্বলের মতো কংগ্রেস নেতারা। এবার শিব সেনাও সেই তৃণমূলনেত্রীর সুরেই কথা বলছে। নিজেদের মুখপত্র সামনায় শিব সেনা লিখছে, “ভারতের নাগরিকদের অধিকার আছে, এয়ারস্ট্রাইকে শত্রুদের কতটা ক্ষতি হয়েছে তা জানার। আমাদের মনে হয় না, এতে আমাদের সেনার মনোবলে কমবে।” পুলওয়ামা হামলা নিয়েও প্রশ্ন তোলে শিব সেনা। সামনাতে বলা হয়েছে, “কোথা থেকে ৩০০ কেজি আরডিএক্স এল, সে প্রশ্ন তোলা স্বাভাবিক। ভোটের আগের দিন পর্যন্ত এ নিয়ে আলোচনা চলবে।” শিব সেনা মনে করে, পুলওয়ামায় জঙ্গিরা বোমা মারার সঙ্গে সঙ্গে কৃষক সমস্যা, বেকারত্ব, দারিদ্র আর রাফালে চুক্তির মতো জ্বলন্ত ইস্যুগুলির চাপা পড়ে গিয়েছে। রাম মন্দির, ৩৭০ ধারার মতো ইস্যুগুলিতেও ছাই চাপা পড়েছে।

Advertisement

[নমনীয় দেবেগৌড়া, কর্ণাটকে চূড়ান্ত হওয়ার পথে বিরোধীদের আসনরফা]

নোট বাতিলের পর থেকেই বিজেপিকে ক্রমাগত তোপ দেগে চলছে শিব সেনা। তবে, সব বিবাদ ভুলে আগামী লোকসভাতেও একসঙ্গেই লড়ছে বিজেপি-শিব সেনা। মহারাষ্ট্রে আসন সমঝোতাও হয়ে গিয়েছে দুই দলের। সেই জোটসঙ্গীই এবার এয়ারস্ট্রাইকের সাফল্য নিয়ে প্রশ্ন তোলা শুরু করল। যা নিঃসন্দেহে চাপে ফেলবে বিজেপিকে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement