Advertisement
Advertisement

Breaking News

Shiv Sena

শিব সেনার নাম-প্রতীক আপাতত শিণ্ডেদেরই, সুপ্রিম কোর্টেও স্বস্তি পেলেন না উদ্ধব

উদ্ধব শিবিরকে আপাতত 'মশাল' চিহ্ন নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে।

Shiv Sena name and its election symbol will remain with Maharashtra Chief Minister Eknath Shinde's camp, Says Supreme Court | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:February 22, 2023 8:23 pm
  • Updated:February 22, 2023 8:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচন কমিশনের (Election Commission) পর সুপ্রিম কোর্টেও একপ্রকার ধাক্কা খেলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আপাতত স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত। যার অর্থ শিব সেনার নাম এবং প্রতীক ব্যবহারের অধিকার রয়ে গেল শিণ্ডে শিবিরের হাতেই। আর উদ্ধব শিবিরকে আপাতত ‘মশাল’ চিহ্ন নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী শিব সেনার নাম এবং তির-ধনুক প্রতীকের মালিক এখন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের শিবির। নিজের বাবার তৈরি দলই কার্যত হাতছাড়া হয়েছে উদ্ধব ঠাকরের। কমিশনের সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন উদ্ধব ঠাকরে। শীর্ষ আদালত (Supreme Court) মামলাটি শুনতে রাজি হলেও উদ্ধবদের (Uddhav Thackeray) স্বস্তি দিতে পারেনি। যার অর্থ আপাতত শিব সেনার নাম এবং প্রতীক ব্যবহার করতে পারবে শিণ্ডে শিবির। আর উদ্ধবকে ব্যবহার করতে হবে জ্বলন্ত মশাল প্রতীক।

Advertisement

[আরও পড়ুন: ‘বিজেপিকে সাহায্য করতেই মেঘালয়ে তৃণমূল’, দুর্নীতি প্রসঙ্গ তুলে তীব্র আক্রমণ রাহুলের]

এদিন আদালতে উদ্ধবদের হয়ে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল (Kapil Sibbal)। তিনি সুপ্রিম কোর্টে নিরাপত্তার দাবিতে সওয়াল করেন। অভিযোগ করেন, শিণ্ডে শিবির এবার তাঁদের তহবিল এবং দলীয় দপ্তর দখল করার চেষ্টা করবে। অবিভক্ত সেনার সম্পত্তি এবং ব্যাংক অ্যাকাউন্টের দখল যাতে শিন্ডে শিবির পেতে না পারে, সে বিষয়টি নিশ্চিত করা হোক বলেও দাবি তোলেন সিব্বল। উদ্ধবরা এও জানান যে, সংসদে শিব সেনার অফিসটি ইতিমধ্যেই শিণ্ডে সেনার হাতে তুলে দেওয়া হয়েছে। আদালত এ বিষয়েও বিরাট কোনও স্বস্তি উদ্ধবকে দেয়নি। সুপ্রিম কোর্ট শুধু জানিয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশের বাইরে কোনও পদক্ষেপ শিণ্ডে (Eknath Shinde) শিবির করে থাকলে, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে পারবেন উদ্ধবরা।

[আরও পড়ুন: ‘গোপনাঙ্গে হাত দিয়েছে পৃথ্বী’, শ্লীলতাহানির অভিযোগ তুলে বিস্ফোরক স্বপ্না গিল]

সব মিলিয়ে সুপ্রিম কোর্টে বিরাট কোনও স্বস্তি পায়নি উদ্ধব শিবির। এসবের মধ্যে আবার উদ্ধবদের জোটসঙ্গী এনসিপি নির্বাচন কমিশনকে তোপ দেগেছে। এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার (Sharadh Pawar) বলছেন,”এর আগে কোনওদিন দেখিনি যে নির্বাচন কমিশন একটা আস্ত দলের নিয়ন্ত্রণ অন্য কাউকে দিয়ে দিচ্ছে। কোনও সংস্থাকে কীভাবে অপব্যবহার করা যায়, এটা তার আদর্শ উদাহরণ।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement