সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করা হয় মহারাষ্ট্র থেকে। তারপরই রাজভবনে গিয়ে রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির কাছে ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবিস। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন এনসিপি নেতা ও শরদ পওয়ারের ভাইপো অজিত। দিন গড়াতেই নয়া মোড় নিল মহারাষ্ট্রের ‘মহানাটক’। বিকেলে সুপ্রিম কোর্টে ফড়ণবিস ও অজিত পওয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করল শিব সেনা। দ্রুত শুনানির আরজি জানিয়েছে তারা।
Shiv Sena: Shiv Sena has filed a writ petition in the Supreme Court against Devendra Fadnavis and Ajit Pawar taking oath as CM and Deputy CM of Maharashtra respectively. #Maharashtra pic.twitter.com/AoyIwrp48T
— ANI (@ANI) November 23, 2019
মুখ্যমন্ত্রী হিসেবে দেবেন্দ্র ফড়ণবিস ও উপমুখ্যমন্ত্রী হিসেবে অজিত পওয়ারের শপথগ্রহণকে চ্যালেঞ্জ করে শিব সেনা রিট পিটিশন দাখিল করেছে। এনিয়ে কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বন জানিয়েছেন, ‘অপমানিত হওয়ার আগে ফড়ণবিসের উচিত পদত্যাগ করা।’ পাশাপাশি, মহারাষ্ট্রের রাজ্যপালের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, শনিবার সাতসকালে চমকে ওঠে গোটা দেশ। আচমকা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে ফের শপথ নেন দেবেন্দ্র ফড়ণবিস। আর সবাইকে তাক লাগিয়ে দিয়ে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারের ভাইপো অজিত পওয়ার। শনিবার সকালে রাজভবনে তাঁদের শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। কিছুক্ষণ পরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে ফের শপথ নেওয়ার জন্য টুইট করে দেবেন্দ্র ফড়ণবিসকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
যদিও এটা মহারাষ্ট্রের মানুষের প্রয়োজনেই করতে হয়েছে বলে জানালেন এনসিপি নেতা অজিত পাওয়ার। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর তিনি বলেন, ‘ফলাফল প্রকাশের পর থেকেই কোনও দল সরকার গঠন করতে পারেনি। এর ফলে কৃষকদের সমস্যা-সহ একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছিলেন মহারাষ্ট্রের মানুষ। বাধ্য হয়েই স্থায়ী সরকার গঠন করার সিদ্ধান্ত নিলাম আমরা।’ ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়া দেবেন্দ্র ফড়ণবিস বলেন, ‘এনসিপির অজিত পওয়ারজির প্রতি আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। মহারাষ্ট্রকে একটি মজবুত সরকার দেওয়ার লক্ষ্যেই বিজেপির সঙ্গে হাত মেলানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আরও অনেক নেতা আমাদের সঙ্গে আসবেন। ফলে আমরাই সরকার গঠন করব।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.