সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কিছুদিন ধরে দেশে পাকিস্তান বিরোধিতার হাওয়া বেশ জোরালো হয়েছে। তার জেরে এবার করাচি সুইটস নামে একটি মিষ্টির দোকানে গিয়ে তার নাম বদলানোর দাবি জানালেন মহারাষ্ট্রের এক শিব সেনা নীতীন নন্দ গাওনকর। যদিও তাঁর বক্তব্যের ভাইরাল হওয়া ভিডিও নিয়ে বিতর্ক হতেই এর সঙ্গে শিব সেনার কোনও যোগ নেই বলে দাবি করেছেন দলের মুখপাত্র সঞ্জয় রাউত।
Mumbai: The ‘Karachi Sweets’ shop in Bandra West – the owner of which was allegedly asked by Shiv Sena leader Nitin Nandgaokar to omit the word ‘Karachi’ from its name – now has the name covered with newspaper. https://t.co/yksVJcEvay pic.twitter.com/Ckedbi9SbA
— ANI (@ANI) November 19, 2020
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি মুম্বইয়ের বান্দ্রা-পশ্চিম এলাকায় থাকা ‘করাচি সুইটস (Karachi Sweets)’ নামে একটি মিষ্টির দোকানে গিয়ে তার নাম বদলের দাবি জানান স্থানীয় শিব সেনা নেতা নীতীন নন্দগাওনকর (Nitin Nandgaonkar )। রীতিমতো হুমকি দিয়ে বলেন, করাচি নামটাকে ঘৃণা করি আমরা। তাই অবিলম্বে ওই নামটি পালটে মারাঠি ভাষায় কোনও নাম রাখতে হবে। কারণ, পাকিস্তান ও করাচি সমার্থক শব্দ। শিব সেনা নেতার সঙ্গে মিষ্টির দোকানদারের কথোপকথনের সময়ে তোলা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, দোকানের নাম বদলের বিষয়ে মালিককে নির্দেশ দিচ্ছেন ওই শিব সেনা নেতা। অবিলম্বে নাম বদলনো না হলে পরিস্থিতি খারাপ হবে বলেও হুমকি দেন তিনি।
এর উত্তরে করাচি সুইটসের মালিক জানান, তার পূর্বপুরুষরা করাচি থেকে ভারতে এসেছিলেন, তাই দোকানের নাম দেওয়া হয়েছে করাচি সুইটস। এর পিছনে অন্য কোনও কারণ নেই। কিন্তু, কোনও যুক্তি শুনতে রাজি হননি শিব সেনা নেতা। তিনি সাফ জানিয়ে দেন, করাচি পাকিস্তানে। ফলে এই নাম নিয়ে তাদের আপত্তি রয়েছে। শুধু দোকানের নাম বদলালেই হবে না, সরকারি নথিতেও তা বদলে ফেলতে হবে। পূর্বপুরুষদের কারও নামে দোকানের নামকরণ করার জন্যও পরামর্শ দেন তিনি। দোকানদারকে তিনি মনে করে দেন, কয়েক দিন আগেও পাকিস্তানের হামলায় দেশের বেশ কয়েকজন সেনা জওয়ান শহিদ হয়েছেন। তাই ওই নাম বদলাতে হবে।
Karachi bakery and karachi sweets have been in mumbai since last 60 years. They have nothing to do with Pakistan . It makes no sense to ask for changing their names now.Demand for changing their name is not shivsena’s official stance.
— Sanjay Raut (@rautsanjay61) November 19, 2020
যদিও এই বিষয়টি নিয়ে শোরগোল শুরু হতেই শিব সেনার তরফে ওই নেতার বক্তব্যের বিরোধিতা করে একে তাঁর নিজস্ব মতামত বলে দাবি করা হয়েছে। এপ্রসঙ্গে সঞ্জয় রাউত টুইট করেন, করাচি বেকারি ও সুইটস গত ৬০ বছরের সময় ধরে মুম্বইয়ে রয়েছে। তাদের সঙ্গে পাকিস্তানের কোনও সম্পর্ক নেই। তাই ওই দোকানের নাম বদলের দাবি তোলা অযৌক্তিক। এটার বিষয়ে শিব সেনার অন্দরে কোনও সিদ্ধান্ত হয়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.