সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিব সেনা আর বিজেপির সম্পর্ক যে মিষ্টি মধুর থেকে এখন অম্ল মধুরে পরিণত হয়েছে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। বিজেপিকে আক্রমণ সেনার জন্য এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। বৃহস্পতিবার আরও একবার শরিক দলকে কটাক্ষ শানাল সেনা। নোট বাতিলের সময় দেশবাসী যেমন চমকে গিয়েছিল তেমনি ২০১৯-এর ফলাফলের পর চমকে যাবে বিজেপিও। বৃহস্পতিবার নিজেদের মুখপত্র ‘সামনা’য় দাবি করল উদ্ধব ঠাকরের দল।
শিব সেনার মতে, গোটা দেশে এখন পরিবর্তনের হাওয়া বইছে। উত্তরপ্রদেশে বহুজন সমাজ পার্টি, সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের মহাজোট বিজেপির দিল্লিতে ফেরার রাস্তার সবচেয়ে বড় কাঁটা হয়ে উঠতে পারে। ২০১৯-এ ২০১৪ সালের ফলাফলের ঠিক উলটো ফল হবে বলেও ভবিষ্যদ্বাণী করছে শিব সেনা। ২০১৪ নির্বাচনে উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে বিজেপি একাই ৭১ টি জিতেছিল। শিব সেনার ইঙ্গিত সত্যি হলে বিজেপির জন্য সত্যিই খারাপ খবর অপেক্ষা করছে।
সামনায় দাবি করা হয়েছে, শুধু উত্তরপ্রদেশেই নয় গোটা দেশেই বিজেপি বিরোধী হওয়া বইছে। বিহারেও আরজেডি এবং কংগ্রেস জোট গড়ছে। ইতিমধ্যেই বিজেপির জুমলার উপহারে মন ভিজছে না সাধারণ মানুষের। কাজের কাজ না করে খালি জাতি ও ধর্মের বিরুদ্ধে মানুষকে ভাগ করে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না। ২০১৯-এ বিজেপির জন্য সেই চমক অপেক্ষা করছে যা নোট বাতিলের সময় বিজেপি গোটা দেশকে দিয়েছিল।
গত কয়েকমাস ধরে লাগাতার যেভাবে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে আসছে শিব সেনা, তাতে মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছে ২০১৯-এ আলাদায় লড়ছে সেনা। বুধবার সংসদ ভবনে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন শিব সেনার শীর্ষ নেতা সঞ্জয় রাউত। সবচেয়ে পুরনো জোটসঙ্গীর এই গতিবিধি রীতিমতো চাপে রাখছে গেরুয়া শিবিরকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.