সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারে সেনা বা সেনার সঙ্গে যুক্ত ব্যক্তির ছবি পোস্টারে, হোর্ডিংয়ে বা লিফলেটে ব্যবহার করতে পারবে না কোনও রাজনৈতিক দল৷ রবিবার নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগের দিনই এই নির্দেশিকা জারি করেছিল নির্বাচন কমিশন। কিন্তু সে নির্দেশ উপেক্ষা করেই ভোট প্রচারে হাতিয়ার করা হচ্ছে সেনাকেই। বিজেপির বিরুদ্ধে এবার এমনই অভিযোগ তুলল শিব সেনা।
প্রতিটি রাজনৈতিক দলের কাছে কমিশনের তরফে এনিয়ে বিজ্ঞপ্তিও পাঠিয়ে দেওয়া হয়েছিল৷ যেখানে সাফ উল্লেখ রয়েছে, সেনাবাহিনী সীমান্তের রক্ষক৷ সেনা দেশের নিরাপত্তা ব্যবস্থার অভিভাবক। গণতান্ত্রিক দেশে সেনা অরাজনৈতিক এবং নিরপেক্ষ একটি প্রতিষ্ঠান৷ তাই নির্বাচনী প্রচারে সেনাকে কোনওভাবে ব্যবহার করা যাবে না৷ কিন্তু রবিবার ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরের দিনই বিজেপিকে একহাত নিল শিব সেনা৷ উদ্ধব ঠাকরে বলেন, যারা দেশের বীর সন্তানদের এবং শহিদদের ভোট প্রচারে ব্যবহার করছে তারা আসলে অপরাধী৷ সেনাদের আত্মবলিদানকে এভাবে রাজনৈতিক রং লাগানোর পিছনে দায়ি ওরাই৷ এখানেই শেষ নয়৷ যাঁরা বা যে দল ভারতীয় বায়ুসেনার এয়ারস্ট্রাইকের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে, তাঁরাও সেনাদের ‘অপমান’ করেছে বলেই মত শিব সেনা প্রধানের৷
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি পাক ভূমিতে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারতীয় বায়ুসেনা৷ ওইদিন সাফল্যের সঙ্গে ফিরে এলেও, ঘটনাচক্রে ২৭ ফেব্রুয়ারি পাকসেনার হাতে বন্দি হন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডর অভিনন্দন বর্তমান৷ দীর্ঘ টানাপোড়েনের পর ভারতে ফেলেন তিনি৷ ভারতের চাপের কাছে নতিস্বীকার করে পাকিস্তানের অভিনন্দনকে মুক্তি দেওয়া, নিঃসন্দেহে নয়াদিল্লির কাছে একটা বড় জয়৷ তারপরই, এই জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কৃতিত্ব বলে প্রচার করতে শুরু করে বিজেপির একাংশ৷ মোদি, বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে উইং কমান্ডার অভিনন্দনের ছবি এক ফ্রেমে বাঁধিয়ে প্রচার করে বিজেপি৷ সেনার সব সাফল্যকেই প্রধানমন্ত্রী ও বিজেপিকে কৃতিত্ব দেওয়ার রেওয়াজ শুরু হয়৷ শিব সেনার অভিযোগ, নির্বাচন কমিশনের নির্দেশিকা সত্ত্বেও রাজনৈতিক ফায়দা তুলতে সেনাকে ব্যবহার করছে বিজেপি৷ শুধু তাই নয়, নানা জনসভায় ভারতীয় সেনার পোশাক পরেই হাজির হচ্ছেন বিজেপি সাংসদরা৷ এভাবে সেনাকে ভোটের হাতিয়ার হিসেবে তুলে ধরার নিন্দা করেছেন উদ্ধব ঠাকরে৷ প্রসঙ্গত, আসন্ন নির্বাচনে মহারাষ্ট্রে বিজেপির সঙ্গেই জোট বেঁধেই লড়বে শিব সেনা৷ যেখানে ২৩টি আসনে লড়বে ঠাকরের দল এবং ২৫টি আসনে বিজেপি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.