সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকার গঠন নিয়ে মহারাষ্ট্রে শিব সেনা-বিজেপির টানাপোড়েন অব্যাহত। তার মধ্যেই বিজেপির বিরুদ্ধে বিধায়ক ভাঙানোর অভিযোগ তুলল শিব সেনা। সরকার গঠনের জন্য সেনার বিধায়কদের ভাঙাতে পারে গেরুয়া শিবির। এই আশঙ্কায় দলীয় বিধায়কদের দক্ষিণ মুম্বইয়ের অভিজাত ট্রাইডেন্ট হোটেল রেখেছে শিব সেনা। কর্ণাটকে সরকার গঠনের সময়েও এমনই দৃশ্য দেখা গিয়েছিল, যখন দলীয় বিধায়কদের রিসর্টে রেখেছিল কংগ্রেস। একই ঘটনার পুনরাবৃত্তি মহারাষ্ট্রেও।
বৃহস্পতিবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, দক্ষিণ মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে ট্রাইডেন্ট হোটেলে দলীয় বিধায়কদের রেখেছে শিব সেনা। দলের সুপ্রিমো উদ্ধব ঠাকরের নির্দেশেই নাকি হোটেল রয়েছেন তাঁরা। এদিকে, এদিনই মহারাষ্ট্র বিজেপির সভাপতি চন্দ্রকান্ত পাটিলের নেতৃত্বে বিজেপি নেতারা রাজ্যপালের সঙ্গে দেখা করবেন বলে সূত্রের খবর। সম্ভবত, সরকার গঠনের আরজি জানাবেন তাঁরা। গতকালই দেবেন্দ্র ফড়ণবিসের সঙ্গে বৈঠক করেছেন শিব সেনার শীর্ষ নেতারা। নিজেদের অবস্থানে অনড় রয়েছে শিব সেনা। অন্যদিকে, মুখ্যমন্ত্রীর কুর্সি ছাড়তে নারাজ বিজেপি। এই পরিস্থিতিতে বিজেপি তাদের বিধায়কদের ভাঙাতে পারে বলে আশঙ্কা করছে শিব সেনা। তাই জটিলতা না কাটা পর্যন্ত শিব সেনা বিধায়কদের আস্তানা ট্রাইডেন্ট হোটেলই।
সূত্রের খবর, বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছে শিব সেনার ৪০-৪৫ জন বিধায়ক। তাঁদের ধারণা, বিজেপির হাত ছাড়লে সরকার টিকিয়ে রাখা মুশকিল। তাই তাঁরা চাইছেন বিজেপির সঙ্গেই সরকার গড়তে। কিন্তু দলের শীর্ষ নেতৃত্ব নিজেদের দাবি ছাড়তে চাইছে না। অচলাবস্থা জারি থাকা পর্যন্ত বিধায়কদের আগলে রাখতে চাইছে শিব সেনা। যে কারণে তাঁদের হোটেলে একত্রিত থাকতে বলা হয়েছে। তবে তার মধ্যেও যদি কয়েকজন পদ্মশিবিরে চলে যায়, তাহলে শিব সেনার সব আশায় জল ঢেলে দেবে বিজেপি। সেই আশঙ্কাতেই এখন ভয়ে কাঁটা শিব সেনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.