Advertisement
Advertisement

Breaking News

Maharastra

মহারাষ্ট্রে মন্ত্রিত্ব বণ্টন নিয়ে জট! অজিতের দাবি মানতে নারাজ মুখ্যমন্ত্রী শিণ্ডে

মন্ত্রিসভায় NCP পেতে পারে চার মন্ত্রী।

Shinde's Sena Playing Spoiler for Ajit Pawar Over Portfolios | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:July 12, 2023 9:37 pm
  • Updated:July 12, 2023 9:37 pm  

বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: মন্ত্রিসভা সস্প্রসারণ করতে গিয়ে কার্যত মাথার চুল ছিঁড়তে হচ্ছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে। সংকটের কারণ, দল ভেঙে সরকারে যোগ দেওয়া এনসিপি নেতা ও রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারদের দাবি। চারজন বিধায়ককে মন্ত্রিসভায় যুক্ত করার পাশাপাশি অর্থ, জল সম্পদ, হাউসিংয়ের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর দাবি করেছে অজিত পওয়াররা।

প্রথম দাবিতে শিন্ডের আপত্তি না থাকলেও দপ্তরের দাবি মানতে নারাজ মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, বর্তমানে মহারাষ্ট্রে ৪২ জন মন্ত্রী হতে পারলেও শিন্ডে মন্ত্রিসভায় রয়েছেন ২৮ জন। ফলে এনসিপির দাবি মেনে নিতে মুখ্যমন্ত্রীর কোনও সমস্যা নেই। কিন্তু যে দপ্তরগুলি দাবি করা হয়েছে, তা মেনে নিলে অন্য সমস্যা তৈরি হবে। যাঁদের হাতে এই দপ্তরগুলি রয়েছে তাঁদেরকে রাজি করানোই শিণ্ডের কাছে বড় চ্যালেঞ্জ।

Advertisement

[আরও পড়ুন: ইডির দায়িত্বে যিনিই থাকুন, দুর্নীতিগ্রস্তদের রেহাই নেই! শাহর মন্তব্য ‘প্রচ্ছন্ন হুঁশিয়ারি’, বলছেন বিরোধীরা]

উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার-সহ এনসিপি বিধায়কদের সঙ্গে রাতভর বৈঠক করেও সমাধানসূত্র বের করতে ব্যর্থ হলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde)। সূত্রের খবর, মঙ্গলবার রাতে দীর্ঘ বৈঠকে এনসিপির চারজন বিধায়ককে মন্ত্রিসভায় যুক্ত করতে রাজি হয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু সংকট তৈরি হয়েছে দপ্তর বণ্টনকে কেন্দ্র করে।

[আরও পড়ুন: মা সোনিয়ার বাড়ি ছেড়ে নয়া বাসস্থানে রাহুল! শীলা দীক্ষিতের ফ্ল্যাটে উঠবেন কংগ্রেস নেতা?] 

জানা গিয়েছে, অজিত পওয়াররা যে দপ্তরগুলি দাবি করেছেন তার সবকটি দিতে নারাজ শিন্ডে। জানা গিয়েছে, মন্ত্রীসভায় যে ১৪ জনকে যুক্ত করা হবে তার মধ্যে চারটি এনসিপিকে ছেড়ে বাকি দশটির মধ্যে পাঁচটি করে বিজেপি ও শিব সেনা নেবে। কারণ বর্তমান মন্ত্রিসভায় শিব সেনার কোনও মন্ত্রীকে সরাতে রাজি নন শিণ্ডে। অজিত পওয়ার শিবির থেকে যে চারজনকে মন্ত্রী করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন প্রবীন ছগন ভুজবল, দীলিপ ভালসে পাটিল ও হাসান মুসরিফ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement