Advertisement
Advertisement
Sheikh Hasina

‘ফ্যাসিস্ট’ ইউনুসকে তোপ, বিজয় দিবসে জাতির উদ্দেশে দীর্ঘ বিবৃতি হাসিনার

উগ্র সাম্প্রদায়িক শক্তিকে মদত দিচ্ছে ইউনুস সরকার, তোপ মুজিবকন্যার।

Sheikh Hasina shares message on Vijay Diwas

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:December 16, 2024 11:01 am
  • Updated:December 16, 2024 11:01 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজয় দিবসের প্রাক্কালে মহম্মদ ইউনুসকে ফ্যাসিস্ট বলে তোপ দাগলেন শেখ হাসিনা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর কথায়, মুক্তিযুদ্ধের আদর্শের বিরোধিতা করছে ইউনুস সরকার। মদত দিচ্ছে উগ্র সাম্প্রদায়িক শক্তিকে। বিজয় দিবসের আগে রবিবার দেশবাসীর উদ্দেশে একটি বিবৃতি প্রকাশ করেন মুজিবকন্যা। সেখানেই তোপ দেগেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকে।

সোমবার বিজয় দিবসের ৫৩ বছর পূর্ণ হয়েছে। সেই উপলক্ষে দীর্ঘ বিবৃতিতে হাসিনা বলেন, ‘মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি বিন্দুমাত্র সংবেদনশীল নয় মহম্মদ ইউনুস সরকার। তারা পারলে ভিন্ন বয়ান তুলে ধরে বাংলাদেশের সর্বক্ষেত্র থেকে মহান মুক্তিযুদ্ধের চিহ্ন মুছে ফেলত। এই সরকার গণতান্ত্রিক ভাবে নির্বাচিত না হওয়ায় জনগণের প্রতি তাদের কোনও দায়বদ্ধতা নেই। তাদের প্রধান লক্ষ্য, মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে বিষোদ্গার করা এবং তাদের কণ্ঠরোধ করা। বিপরীতে তারা স্বাধীনতা-বিরোধী উগ্র-সাম্প্রদায়িক শক্তিকে মদত দিচ্ছে।’

Advertisement

বাংলাদেশে যেভাবে ইউনুস সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই ঘটনাক্রমকে তোপ দেগে মুজিবকন্যা বলেন, ‘দেশবিরোধীরা নানা ষড়যন্ত্র করে অবৈধ ও অসাংবিধানিক ভাবে রাষ্ট্রক্ষমতা দখল করেছে। জনতার প্রতি ফ্যাসিস্ট ইউনুস সরকারের কোনও দায়বদ্ধতা নেই। ক্ষমতায় এসেই তারা জনকল্যাণকর প্রকল্পগুলোতে বাধা দিচ্ছে।’ ২০০৯ সাল থেকে কীভাবে বাংলাদেশের আমজনতার জন্য কাজ করেছে তাঁর সরকার, তার বিশদ বিবরণও বিবৃতিতে তুলে ধরেছেন হাসিনা। তিনি মনে করিয়ে দিয়েছেন, বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল হিসাবে উঠে এসেছিল বাংলাদেশ। কিন্তু ইউনুস সরকারের আমলে সেসব অতীত। বিবৃতির শেষে হাসিনা বলেছেন, স্বাধীনতার বিরোধী শক্তিকে বারবার পদানত করেছে বাঙালি। মুক্তিযুদ্ধের চেতনা থেকেই আবার জয়ী হবে বাঙালি, আশায় মুজিবকন্যা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement