Advertisement
Advertisement

Breaking News

Seikh Haisna

হিন্ডন এয়ারবেস ছাড়ল বিশেষ বিমান, কোথায় হাসিনা? মুজিবকন্যার গন্তব্য ঘিরে ধোঁয়াশা

সোমবার সন্ধ্যায় গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে নামে তাঁর বিশেষ বিমান। সূত্রের খবর, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ হিন্ডন এয়ারবেস ছেড়েছেন হাসিনা। তবে ভারত ছেড়ে এবার কোথায় যাবেন তিনি, সেই নিয়ে স্পষ্ট খবর মেলেনি।  

Sheikh Hasina flight left hindon airbase
Published by: Anwesha Adhikary
  • Posted:August 6, 2024 10:44 am
  • Updated:August 6, 2024 11:39 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অগ্নিগর্ভ বাংলাদেশ ছেড়ে ভারতে এসেছেন শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে নামে তাঁর বিশেষ বিমান। মুজিবকন্যা কি ভারতেই থাকবেন, নাকি লন্ডনে উড়ে যাবেন? এনিয়ে জল্পনা তুঙ্গে। এই পরিস্থিতিতে সূত্রের খবর, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ হিন্ডন এয়ারবেস ছেড়েছে বাংলাদেশ বায়ুসেনার সি-১৩০জে পণ্যবাহী বিমানটি। ভারত ছেড়ে এবার কোথায় যেতে পারেন হাসিনা, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে।  

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ হিন্ডন এয়ারবেস থেকে উড়ে গিয়েছে বাংলাদেশ বায়ুসেনার সি-১৩০জে পণ্যবাহী বিমান। তবে সেই বিমানে ছিলেন না হাসিনা। ৭ জন সামরিক কর্তাকে নিয়ে ওই বিমান রওনা দিয়েছে বলে জানা গিয়েছে। বিমানের যাত্রাপথের দিকে ভারতের একাধিক নিরাপত্তা সংস্থা নজর রাখছে বলেও সংবাদসংস্থার তরফে জানানো হয়েছে। প্রাথমিকভাবে খবর, বাংলাদেশেই ফিরে যাচ্ছে বায়ুসেনার ওই বিমানটি।  

[আরও পড়ুন: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দিল্লিতে সর্বদল বৈঠক, উপস্থিত রাহুল-সুদীপরাও

এর পরে প্রশ্ন উঠছে, তাহলে হাসিনা কোথায় গেলেন? তিনি কি ভারতেই রয়েছেন? নাকি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে? উল্লেখ্য, বাংলাদেশ থেকে হাসিনাকে নিরাপদে সরিয়ে আনতে সক্ষম হয়েছে ভারত। কিন্তু ১৯৭৫ সালে ইন্দিরা গান্ধী যেমন হাসিনাকে ‘রাজনৈতিক আশ্রয়’ দিয়েছিলেন, এবারও তেমন কোনও পদক্ষেপ করা হবে কি না, তা নিয়ে সিদ্ধান্তে উপনীত হতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

ইতিমধ্যেই ইংল্যান্ড-সহ একাধিক দেশে আশ্রয় চেয়ে আবেদন করেছেন বাংলাদেশের সদ্যপ্রাক্তন প্রধানমন্ত্রী। কিন্তু ইংল্যান্ড তাঁকে আশ্রয় দিতে চায়নি বলেই সূত্রের খবর। কিন্তু হাসিনা অন্য কোনও দেশে যাবেন নাকি ভারতেই থাকবেন, তা নিয়ে মুখে কুলুপ এঁটেছে বিদেশমন্ত্রক। বর্তমানে বাংলাদেশে ভারত বিরোধিতার সুর সপ্তমে। হাসিনার বিরুদ্ধে যে জনরোষ তৈরি হয়েছে, ভারতের বিরুদ্ধে আক্রোশ তার থেকে কম নয়। এই পরিস্থিতিতে হাসিনাকে ভারতে আশ্রয় দিলে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে আরও গণক্ষোভ তৈরি হতে পারে। তাতে বাংলাদেশে আটকে থাকা প্রায় ছয় হাজার ভারতীয়দের বিপদ বাড়তে পারে। তবে আপাতত ভারতেই রয়েছেন শেখ হাসিনা, এমনটাই সূত্রের খবর। 

[আরও পড়ুন: কী হয়েছিল বাংলাদেশে? রাষ্ট্রসংঘের নেতৃত্বে তদন্তের দাবি ব্রিটেনের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement