সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্ম কানাডায়৷ কিন্তু আদতে ভারতীয় বংশোদ্ভূত৷ পেশায় স্নায়ুরোগ বিশেষজ্ঞ৷ প্যাশন মহাকাশ৷ সেই প্যাশনের জোরেই তৃতীয় ভারতীয় বংশোদ্ভূত মহিলা হিসেবে মহাকাশ অভিযানে যেতে চলেছেন ডা. শাওনা পাণ্ডিয়া৷ আমেরিকার সিটিজেন সায়েন্স অ্যাস্ট্রোনট প্রোগ্রামে ৩২০০ প্রতিযোগীকে হারিয়ে কল্পনা চাওলা, সুনীতা উইলামসদের সমকক্ষ হওয়ার এই সম্মান অর্জন করেছেন শাওনা৷
শশী-পন্নিরের লড়াইয়ে উলুখাগড়া শতাধিক বিধায়ক, পলাতক ১
২০১৮ সালে আট জনের দলের সঙ্গে মহাকাশে পাড়ি দেবেন শাওনা৷ সেখানে বায়ো-মেডিসিন ও মেডিক্যাল সায়েন্সের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে গবেষণা করবেন তিনি৷ পোলার সাবঅরবিটাল সায়েন্স ইন আপার মেসোস্ফিয়ার (PoSSUM) প্রজেক্টেও সামিল হবেন তিনি৷ এছাড়াও মাইক্রোগ্র্যাভিটিতে থাকাকালীন সহযাত্রীদের মানসিক পরিস্থিতি, স্বাস্থ্য ও পরাপার্শ্বিক পরিবেশ নিরীক্ষণ করবেন তিনি৷
স্কুলের মধ্যেই সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির ছাত্রর
শুধু স্নায়ুরোগ বিশেষজ্ঞ কিংবা মহাকাশচারী হিসেবেই পরিচিত নন সাওয়ানা৷ লেখক, সঙ্গীতশিল্পী হিসেবেও পরিচিতি রয়েছে তাঁর৷ তাইকন্ডু, মুয়াই থাই-এর মতো মার্শাল আর্টেও পারদর্শী তিনি৷ এত কিছুর মধ্যেও নিজের ভারতীয় সত্ত্বাকে বজায় রেখেছেন শাওনা৷ তাই এখন তিনি মুম্বইতে৷ নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতে এসেছেন ৩২ বছরের ইন্দো-মার্কিন মহিলা৷ এখানে কয়েকটি সেমিনারেও অংশগ্রহণ করেছেন৷ কথা বলেছেন ছাত্রছাত্রীদের সঙ্গে৷ শাওনার মতে, ভারত মেধার খনি৷ পড়ুয়াদের শুধু প্রয়োজন স্থির লক্ষ্য ও তাতে পৌঁছনোর সঠিক দিশা৷
তবে কি সত্যিই ‘চক দে’ কন্যার প্রেমে পড়েছেন এই প্রাক্তন ক্রিকেটার?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.