Advertisement
Advertisement

নোট বাতিল ইস্যুতে নিজের দলকেই কটাক্ষ শত্রুঘ্নের

জনগণকে ‘মূর্খের স্বর্গ’ থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিজেপি নেতা৷

Shatrughan Sinha slams own party BJP
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 24, 2016 3:07 pm
  • Updated:November 24, 2016 3:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতে বিরোধীদের কমতি নেই, তায় আবার শত্রুঘ্ন দোসর৷ নোট বাতিলের জেরে এবার নিজের দলের বিরুদ্ধে তোপ দাগলেন প্রাক্তন বলিউড নায়ক তথা বর্তমান বিজেপি নেতা৷ জনগণকে ‘মূর্খের স্বর্গ’ থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি৷ এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক জনমতের সমীক্ষার ফলাফলকে ‘ভুয়া’ আখ্যা দিয়েছেন শত্রুঘ্ন৷

নোট বাতিল ইস্যুতে বিরোধীদের এককাট্টা আক্রমণের জবাব দিতেই নিজের অ্যাপের মাধ্যমে সরাসরি সাধারণ মানুষের মতামত জানতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী৷ পরে তিনি টুইট করে জানান, ইতিমধ্যেই পাঁচ লক্ষেরও বেশি মানুষ তাঁর ‘জন জন কি বাত’-এ নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন৷ যাঁদের মধ্যে শতকরা ৯৩ শতাংশই নোট বাতিলের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন৷ এর বিরুদ্ধেই টুইটারে সরব হয়েছেন শত্রুঘ্ন সিনহা৷ তাঁর কথায়, “মূর্খের স্বর্গে বাস করে এবং কায়েমি স্বার্থ চরিতার্থ করা  ‘ভুয়া’ গল্প ও সমীক্ষার দ্বারা প্রভাবিত হওয়া বন্ধ হোক৷”

Advertisement

রাজনৈতিক মহল সূত্রে খবর, বিজেপির অন্দরমহলে বেশ কিছু দিন ধরেই ব্যাকফুটে শত্রুঘ্ন সিনহা৷ বিহারের রাজনীতিতেও তাঁর কদর কমেছে৷ সেই জন্যই বেশ অসন্তুষ্ট প্রাক্তন বলিউড অভিনেতা৷ তারই বহিঃপ্রকাশ এই সাম্প্রতিক টুইট৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement