Advertisement
Advertisement

লোকসভায় কোন কেন্দ্র থেকে লড়বেন, জানালেন শত্রুঘ্ন সিনহ

সহজে লড়াইয়ের ময়দান ছাড়াছেন না, বুঝিয়ে দিলেন ‘বিহারী বাবু’৷

 Shatrughan Sinha says will contest Lok Sabha election from Patna Sahib
Published by: Tanujit Das
  • Posted:March 3, 2019 5:04 pm
  • Updated:March 3, 2019 5:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলের শীর্ষ নেতৃত্বে সঙ্গে তাঁর ‘ছত্তিস কা আকরা’৷ দলীয় অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও, বিরোধীদের যেকোনও জনসভায় সামনের সারিতে দেখা যায় তাঁকে৷ এহেন শত্রুঘ্ন সিনহার বিজেপি ত্যাগ নিয়ে মাঝে মাঝেই জল্পনা ওঠে৷ শোনা যায় তাঁকে বহিষ্কারের খবরও৷ জানা গিয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনে শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী নাও করতে পারে মোদি-শাহরা৷ কিন্তু সহজে লড়াইয়ের ময়দান ছাড়তে নারাজ ‘বিহারী বাবু’৷ লোকসভা শুরুর মাসখানেক আগেই জানিয়েদিলেন আসন্ন নির্বাচনে লড়ছেন তিনি৷ শুধু তাই নয়, কোন লোকসভা কেন্দ্র থেকে লড়বেন সেটাও জানিয়ে রাখলেন৷

[মাসুদ আজহার শয়তানের কুকুর, ফের তোপ আসাদউদ্দিন ওয়েইসির ]

Advertisement

বহুদিন আগেই বিজেপির শীর্ষ নেতাদের থেকে দূরে সরে গিয়েছেন শত্রুঘ্ন সিনহা৷ বিভিন্ন জনসভায় মোদি-শাহকে তুলধনা করার ভার নিশ্চিন্তে তাঁর উপর ছেড়ে দেন মমতা, রাহুলের মতো বিরোধীরা৷ তাঁদের তুষ্ট করতে কোনও চেষ্টার কোনও কসুর করেন না এই অভিনেতা সাংসদ৷ বিভিন্ন ইস্যুতে শীর্ষ বিজেপি নেতাদের বিরুদ্ধে বিষোদগার করেন তিনি৷ ২০০৯ ও ২০১৪ গত দুই লোকসভা নির্বাচনে পাটনা সাহিব কেন্দ্র থেকেই বিজেপির টিকিটে জয় লাভ করেছেন এই অভিনেতা৷ রাজনৈতিক মহলে চর্চা, দল বিরোধী মন্তব্যের জন্য এবার শত্রুঘ্নকে টিকিট নাও দিতে পারেন মোদি-শাহরা৷ তাঁর জায়গায় অন্য কোনও পরিচিত মুখকে ওই কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে৷ মনে হয় বিষয়টা কিছুটা আঁচ করেছেন শত্রুঘ্নও৷ সেকারণেই আগে ভাগে জানিয়ে দিলেন আসন্ন লোকসভা নির্বাচনে লড়ছেন৷ জল ঢাললেন রাজনৈতিক সন্ন্যাস গ্রহণের জল্পনায়৷ এই সাংসদ অভিনেতা স্পষ্ট ভাষায় বললেন, ‘পরিস্থিতি যাই হোক এলাকা ওটাই থাকবে’৷ অর্থাৎ স্পষ্ট করলেন আসন্ন লোকসভা নির্বাচনে পাটনা সাহিব কেন্দ্র থেকেই লড়ছেন তিনি৷ কিন্তু কোনও রাজনৈতিক দলের হয়ে ভোট ময়দানে অবতীর্ণ হবেন, নাকি নির্দল হিসাবে লড়বেন, সেবিষয়ে কিছু জানাননি৷

[এই দুই ব্যক্তিকেই জীবনের আদর্শ মনে করেন অভিনন্দন বর্তমান]

উল্লেখ্য, বিক্ষুব্ধ শত্রুঘ্নকে নিয়ে রাজনৈতিক মহলে কান পাতলেই নানান চর্চা শোনা যায়৷ কখনও শোনা যায়, প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে বারাণসী থেকে বিরোধীদের প্রার্থী হবেন তিনি৷ আবার কখনও শোনা যায় তৃণমূল কংগ্রেসের টিকিটে এরাজ্যের কোনও আসনে প্রার্থী হবেন তিনি৷ গত ৩ জানুয়ারি তৃণমূলের ব্রিগেড সমাবেশেও, বিরোধী দলগুলির সঙ্গে এক মঞ্চে দেখা গিয়েছে তাঁকে৷ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর সখ্যতা সর্বজনজ্ঞাত৷ কিন্তু এই সমস্ত জল্পনায় জল ঢেলে দিলেন ‘শটগান’৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement