Advertisement
Advertisement
শশী থারুর

শেক্সপিয়র না শশী থারুর! কংগ্রেস সাংসদের টুইট দেখে বোঝা দায়

কেন এমন করলেন শশী থারুর?

Shashi Tharoor tweets image of himself as Shakespeare
Published by: Sayani Sen
  • Posted:August 11, 2019 7:43 pm
  • Updated:August 11, 2019 7:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেসের সবচেয়ে বিতর্কিত কোনও সাংসদের কথা বললেই মনে পড়ে শশী থারুরের নাম৷ সেই তিনিই এখন নেটদুনিয়ায় আলোচনার শীর্ষে৷ তবে কোনও বিতর্কিত মন্তব্য এবার করেননি শশী৷ শুধু একটি ছবি টুইট করেছেন তিনি৷ যা নিয়ে রীতিমতো হইচই শুরু হয়েছে৷ 

[আরও পড়ুন: কোমর জলে নেমে দুই শিশুকে উদ্ধার, কাঁধ বাড়িয়ে বন্যাবিধ্বস্ত গুজরাটে ত্রাতা কনস্টেবল]

বিভিন্ন জায়গাতেই শশী থারুরের ইংরাজি ভাষার প্রতি দক্ষতা বেশ প্রশংসনীয়৷ বিভিন্ন বই, আলোচনা, বক্তৃতায় তাঁর ইংরাজি সাহিত্য ও ভাষার বিপুল জ্ঞানের পরিচয় পাওয়া গিয়েছে। তাঁর ইংরাজি নিয়ে অবশ্য সোশ্যাল মিডিয়ায় আলোচনা, সমালোচনা হয় বহুই৷ মিম তৈরি হওয়াও নতুন কিছুই নয়৷ এমনই একটি মিম মনে ধরেছে শশী থারুরের৷ শনিবার তাঁর টুইটারে ওই ছবিটি পোস্ট করেন শশী থারুর। ছবিটা আচমকা দেখলে সাহিত্যিক শেক্সপিয়রের ছবি বলে মনে হতে পারে। তবে বেশ খুঁটিয়ে দেখলে বোঝা যাবে ছবির মুখ এবং চোখের আদল আসলে শশী থারুরেরই মতো। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘‘হোয়াটসঅ্যাপে এই দারুণ ছবিটা পেলাম। ছবিটা এত যত্ন নিয়ে বানানোর জন্য আমি অভিভূত। যিনিই বানিয়েছেন এটি, তাঁকে অশেষ ধন্যবাদ৷ তবে আমি এতটা সম্মানের যোগ্য নই৷’’

Advertisement

[আরও পড়ুন: তিন তালাক তুলে দিয়েছেন ‘দাদা’, মোদিকে রাখি পাঠাচ্ছেন বারাণসীর মুসলিম মহিলারা]

এর আগেও বছর তেষট্টির কংগ্রেস সাংসদ শশী থারুরকে নিয়ে বানানো মিম নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে নিমেষে৷ তা নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা-সমালোচনা চলেছে সবই৷ তবে নিজের সম্বন্ধে প্রশংসাই হোক কিংবা বাজে কথা তা ধৈর্য ধরে শোনার ক্ষমতা রয়েছে শশী থারুরের৷ তাই শেক্সপিয়রের ছবির আদলে তৈরি মিমের প্রশংসা করেছেন৷ তবে সোজা কথা সোজাভাবে বলতে বিশেষ ভাবেন না শশী থারুর৷ তাই তাঁর সমালোচনা করা এক নেটিজেনকে কঠিন ইংরাজিতে জবাবও দিয়েছেন কংগ্রেস সাংসদ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement