Advertisement
Advertisement

ভারতে মুসলিমদের তুলনায় গরু বেশি সুরক্ষিত, শশী থারুরের টুইটে বিতর্ক

শশী থারুরকে সমর্থন সীতারাম ইয়েচুরির৷

Shashi Tharoor makes controversy  in mob lynching
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 22, 2018 4:34 pm
  • Updated:July 22, 2018 4:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  বিতর্ক যেন কিছুতেই তাঁর পিছু ছাড়ছে না৷ বেফাঁস মন্তব্য করে আবারও বিপাকে জড়ালেন কংগ্রেস নেতা শশী থারুর৷ গরু পাচারকারী সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের ঘটনায় তোলপাড় রাজস্থানের আলওয়ার৷ এবার এই ইস্যুতে মুখ খুললেন তিনি৷ শশী থারুর টুইটে লেখেন, আমাদের দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষের থেকেও অনেক বেশি সুরক্ষিত গরু৷ বিজেপিকে আক্রমণ করতে গিয়ে তিনি ধর্মীয় ভেদাভেদ তৈরি করার চেষ্টা করছেন বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের৷ যদিও শশী থারুরের পাশে দাঁড়িয়েছেন সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি৷

কাশ্মীরের কুলগামে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ ৩ জঙ্গি ]

Advertisement

শুক্রবার রাতে রাজস্থানের আলওয়ারে আকবর খান ওরফে রাখবর নামে এক ব্যক্তি গরু নিয়ে যাচ্ছিলেন৷ তাঁর সঙ্গে ছিলেন আরও একজন৷ কিন্তু রাস্তার মাঝেই পাশের গ্রামের বাসিন্দারা তাঁদের পথ আটকায়৷ অভিযোগ, গ্রামেরই ৬-৭ জন বাসিন্দা ঘিরে ধরে তাঁদের৷ গরু পাচারকারী সন্দেহে শুরু হয় ব্যাপক মারধর৷ মারের চোটে রাস্তাতেই লুটিয়ে পড়েন আকবর ও তাঁর সঙ্গী৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতে রাস্তাতেই মারা যান আকবর৷ তাঁর সঙ্গীকে হাসপাতালে ভরতি করা হয়েছে৷ শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে৷

সুখবর, জিএসটি থেকে ছাড় পাচ্ছে স্যানিটারি ন্যাপকিন ]

গরু পাচারকারী সন্দেহে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় টুইটে বিজেপিকে আক্রমণ করেন শশী থারুর৷ বিজেপির উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, সাম্প্রদায়িক ভেদাভেদ ঘুচে গিয়েছে বলে কেন দলীয় নেতারা দাবি করেন? তিনি টুইটে লেখেন, আসল সত্যি হল আমাদের দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষের থেকে গরুরা অনেক বেশি সুরক্ষিত৷ এর আগেও বিজেপি ‘হিন্দু পাকিস্তান’ তৈরি করবে বলে মন্তব্য করেছিলেন শশী থারুর৷ আবারও কংগ্রেস নেতার টুইটে উঠেছে বিতর্কের ঝড়৷ বিজেপির পালটা অভিযোগ, ধর্মীয় ভেদাভেদের রাজনীতি করছে কংগ্রেস নেতা৷

[মোদির জনপ্রিয়তার কমাতেই গণপিটুনির ঘটনা, বিস্ফোরক মন্ত্রী]

[২০১৯-এ ক্ষমতায় এলে ভারতকে ‘হিন্দু পাকিস্তান’ তৈরি করবে বিজেপি: শশী থারুর]

এদিকে গণপিটুনির ঘটনায় পরিসংখ্যান দিয়ে সীতারাম ইয়েচুরির দাবি, গত বছরের এপ্রিল থেকে চলতি মাস পর্যন্ত ৪৬ জনের প্রাণহানি ঘটেছে৷ মৃতদের মধ্যে বেশিরভাগই দলিত ও মুসলিম সম্প্রদায়ের মানুষ৷ কিন্তু কেন্দ্র সরকার ব্যবস্থা নেওয়ার কথা বললেও, তা নিতে পারছে না৷ এই যুক্তি দেখিয়েই শশী থারুরের মন্তব্যকে সমর্থন জানান তিনি৷       

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement