সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু কঠিন কঠিন ইংরেজির পাণ্ডিত্য নয়, সুযোগ পেলে হালকা মেজাজে কোমর বেঁধে নাচও করেন তিনি। নির্বাচনী প্রচারে বেরিয়ে এবার তেমনই ‘মুডে’ ধরা দিলেন প্রবীণ কংগ্রেস সাংসদ শশী থারুর (Shashi Tharoor)। সোমবার নির্বাচনী প্রচারে বেরিয়ে সমর্থকদের সঙ্গে রীতিমতো কোমর দুলিয়ে নাচতে দেখা দেল কংগ্রেস (Congress) নেতাকে। শশীর নাচের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, সমর্থকদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারে বেরিয়েছেন তিরুবন্তপুরমের কংগ্রেস প্রার্থী শশী থারুর। পথে ছোট ছোট ছেলে-মেয়েদের নাচতে দেখে সেই দলে ভিড়ে যান প্রার্থী। লাউড স্পিকারে তখন উচ্চস্বরে বাজছে অস্কার জয়ী স্লামডগ মিলিয়নেয়রের বিখ্যাত গান ‘জয় হো’। সেই গানের তালে ছোটদের সঙ্গে নাচের আনন্দে মেতে ওঠেন শশীও।
#WATCH | Kerala: Congress MP and candidate from Thiruvananthapuram, Shashi Tharoor joins his supporters in a dance while campaigning in the constituency.#LokSabhaElections2024 pic.twitter.com/oOWBDJnTax
— ANI (@ANI) April 22, 2024
চতুর্থ বারের জন্য সাংসদ হতে কেরলের তিরুঅনন্তপুরম থেকে মনোনয়ন জমা দিয়েছেন শশী। এই লোকসভা আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির রাজীব চন্দ্রশেখর। ফলে এখানে এবার কড়া টক্করের সম্ভাবনা রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। অবশ্য তিনবারের আত্মবিশ্বাসী সাংসদ সে সবকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। একেবারে হালকা মুডেই প্রচার চালাচ্ছেন তিনি। সোশাল মিডিয়ায় শশীর নাচের ভিডিও সেটাই স্পষ্ট করে দিচ্ছে। এদিকে শশীর ভাইরাল ভিডিওতে মজার কমেন্ট করতে ছাড়েননি নেটিজেনরা। এক ব্যক্তি প্রশ্ন তুলেছেন, ‘কোথা থেকে পান এত এনার্জি?’ তো কেউ আবার কটাক্ষ করে লিখেছেন, ‘মোদির ভয়ে নাচ করছেন শশী।’ এক নেটিজেন লিখেছেন, ‘রাজনীতি থেকে শীঘ্রই অবসর নিতে চলেছেন উনি, তাই শেষ মুহূর্তের আনন্দে এই নাচ।’
অবশ্য নির্বাচনী প্রচারে বেরিয়ে অনুগামীদের সঙ্গে রাজনৈতিক নেতাদের নাচ এই প্রথমবার নয়। সম্প্রতি, প্রচারে বেরিয়ে নেচে ভাইরাল হয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপির থিম সং ‘আকৌ এবার মোদি সরকার’ (আবকি বার মোদি সরকার) গানে নেচে উঠতে দেখা গিয়েছিল হিমন্তকে। পাশাপাশি দর্শকদেরও নাচে উৎসাহ দেন তিনি। খোদ মুখ্যমন্ত্রীকে নাচতে দেখে মেতে ওঠেন সভায় উপস্থিত বাকি সদস্যরা। তুমুল হর্ষধ্বনি শোনা যায় দর্শক আসনেও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.