Advertisement
Advertisement

Breaking News

রাহুল গান্ধী

গান্ধীদের সরানোর ডাক! কংগ্রেসের শীর্ষ নেতৃত্বে বদল চেয়ে সরব দুই নেতা

রাহুল-সোনিয়াদের আর ভরসা করতে পারছেন না কংগ্রেস নেতারা?

Shashi Tharoor backs Sandeep Dikshit on 'non-Gandhi as Congress chief
Published by: Subhajit Mandal
  • Posted:February 20, 2020 2:53 pm
  • Updated:February 20, 2020 6:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা দুটি লোকসভা নির্বাচনে ল্যাজে গোবরে পরিস্থিতি হয়েছে। বিজেপিকে চ্যালেঞ্জ করা তো দূর, প্রধান বিরোধী দলেরও যোগ্যতা অর্জন করতে পারেনি কংগ্রেস। সংগঠন নামের শব্দটিই কংগ্রেসের অন্দরে এখন একপ্রকার অবলুপ্ত। অথচ, এতকিছুর পরও হেলদোল নেই শীর্ষ নেতৃত্বের। দলের অন্দরে শীর্ষ নেতাদের বিরুদ্ধে ক্ষোভ আছে। দল স্পষ্টতই দুটি শিবিরে বিভক্ত। যাঁরা দিল্লিতে বসে কংগ্রেসের নীতি নির্ধারণ করেন, তাঁদের কাজে চরম অখুশি নিচুস্তরের নেতা-কর্মীরা। কিন্তু, এতদিন কিছুই প্রকাশ্যে আসছিল না। দিল্লি নির্বাচনে ভরাডুবির পর সেই ক্ষোভের আঁচ এবার টের পেতে শুরু করল কংগ্রেস। দলের অন্দরেই শুরু বিদ্রোহ। প্রকাশ্যে গান্ধীদের নাম না নিলেও তাঁদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলা শুরু করলেন শীর্ষ নেতারাই।

rahul-sonia_web
কংগ্রেসের অন্দরে বিদ্রোহের সুর প্রথম শুনিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। এবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিতও (Sandeep Dikshit) দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলেন। প্রাক্তন এই সাংসদের প্রশ্ন, রাহুল গান্ধীর (Rahul Gandhi) পদত্যাগের পর কেন সোনিয়া গান্ধীকে (Sonia Gandhi) অন্তর্বর্তী সভাপতি করা হল? কেন সময়মতো কংগ্রেসের নির্বাচন করানো হচ্ছে না? সন্দীপ বলছেন, কংগ্রেসের প্রথম সারির নেতারা দলের সভাপতি নির্বাচন করতে ভয় পাচ্ছেন। বিড়ালের গলায় ঘণ্টাটা কেউ বাঁধতে রাজি নন। সন্দীপের মতে, কংগ্রেসে অন্তত ৬-৮ জন এমন নেতা আছেন, যিনি গোটা দেশে দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন। প্রকারান্তরে সন্দীপ দীক্ষিত বুঝিয়ে দেন, সময় এসেছে গান্ধী পরিবারের বাইরে কাউকে নেতা নির্বাচন করার। উদাহরণ হিসেবে তিনি অমরিন্দর সিং, এ কে অ্যান্টোনি, অশোক গেহলট, পি চিদম্বরম, সলমন খুরশিদদের কথাও উল্লেখ করেন।

Advertisement

Priyanka-Gandhi

[আরও পড়ুন: ট্রাম্পের সফরের দু’মাস আগেই পাঁচিল তৈরির সিদ্ধান্ত, সাফাই গুজরাট প্রশাসনের]

সন্দীপের এই মন্তব্যের সমর্থন করেন কংগ্রেস নেতা তথা সাংসদ শশী থারুরও(Shashi Tharoor)। তিনিও দ্রুত দলের সাংগঠনিক নির্বাচন করে সভাপতি বাছাইয়ের দাবি তুলেছেন। একটি টুইটে সন্দীপের দাবিকে সমর্থন করে থারুর বলেন, “সন্দীপ দীক্ষিত যেটা বলছেন, সেটাই অসংখ্য কংগ্রেস কর্মীর মনের কথা। কংগ্রেসের অনেক গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদ আছে। আমার কংগ্রেস ওয়ার্কিং কমিটির কাছে অনুরোধ, আপনারা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন।” উল্লেখ্য, ইতিমধ্যেই কংগ্রেসের আরেক নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া নিজের দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। এরই মধ্যে আরও দুই নেতার এই বিদ্রোহ রীতিমতো চাপে ফেলছে শতাব্দী প্রাচীন দলটিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement