সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার কংগ্রেস সভাপতি নির্বাচনের (Congress Presidential Election) ফলাফল ঘোষণা হবে। তার আগেই বিস্ফোরক অভিযোগ আনলেন সভাপতি পদপ্রার্থী শশী থারুর (Shashi Tharoor)। গোটা নির্বাচন প্রক্রিয়ায় প্রচুর বেনিয়মের অভিযোগ তুলে দলের নির্বাচনী আধিকারিকদের কাছে চিঠি দেওয়া হয়েছে থারুরের পক্ষ থেকে। তবে ঠিক কী ধরনের বেনিয়ম ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত ভাবে কিছু জানানো হয়নি থারুর শিবিরের তরফে। অন্যদিকে বেনিয়মের অভিযোগ একেবারে উড়িয়ে দিয়েছে খাড়গে শিবির। সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতেই নির্বাচন হয়েছে বলে দাবি করেছেন মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) কাউন্টিং এজেন্ট গৌরব গগৈ।
সোমবার দেশজুড়ে কংগ্রেস সভাপতি নির্বাচন হয়। বুধবার ফল ঘোষণার দিন থারুরের নির্বাচনী এজেন্ট সলমন সোজ জানান, নির্বাচন ঘিরে নানা ধরনের অভিযোগ পাওয়া গিয়েছে। সেই বিষয়গুলি নিয়ে দলের নির্বাচন কমিটির কাছে অভিযোগ জানানো হয়েছে। তবে কোন রাজ্যে নিয়ম বিরুদ্ধ ভাবে ভোটগ্রহণ হয়েছে, তা নিয়ে মুখ খুলতে চাননি সলমন।
Delhi | We’ve been in constant communication with Madhusudan Mistry’s office, informed them about many different issues, cannot get into its specifics right now: Salman Soz, election agent of Congress presidential candidate Shashi Tharoor pic.twitter.com/3QkTEkKLw7
— ANI (@ANI) October 19, 2022
তবে গোটা নির্বাচন প্রক্রিয়াকে যথেষ্ট সফল বলে উল্লেখ করেছে খাড়গে শিবির। গৌরব গগৈ বলেছেন, “এই নির্বাচন একটি ঐতিহাসিক মুহূর্ত। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই নির্বাচন হয়েছে বলে আমরা খুবই গর্বিত। সেই সঙ্গে সোনিয়া গান্ধীর প্রতি আমরা কৃতজ্ঞ, কারণ কঠিন সময়ে তিনি দলের হাল ধরেছেন। আগামী দিনে কংগ্রেস আরও শক্তিশালী হয়ে উঠবে।”
It’s a historic moment. We’re proud that we held poll in such a democratic manner.We also feel gratitude towards Sonia Gandhi who took charge of the party during a difficult time. In time to come,Congress will further strengthen: Gaurav Gogoi, counting agent of Mallikarjun Kharge pic.twitter.com/don0oMXAdl
— ANI (@ANI) October 19, 2022
তবে কংগ্রেস সভাপতি নির্বাচন নিয়ে প্রথম থেকেই বিতর্ক হয়েছে। থারুর আগাগোড়াই পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন দলেরই কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। ওয়াকিবহাল মহলেরও ধারণা, গান্ধী পরিবারের সমর্থন রয়েছে খাড়গের দিকেই। এছাড়াও নানা জায়গাতেই ভোটার তালিকায় নানা গরমিলের অভিযোগ উঠেছিল ভোটের আগেই। সবমিলিয়ে, কংগ্রেসের সভাপতি নির্বাচন ঘিরে বেশ উত্তপ্ত জাতীয় রাজনীতি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.