Advertisement
Advertisement

Breaking News

দায়িত্ব নিয়েই প্রসার ভারতীকে ঢেলে সাজানোর আশ্বাস নয়া CEO-র

প্রসার ভারতীকে ডিজিটাল করে তোলার স্বপ্ন দেখছেন নীতি ডিজিটাল'-এর প্রাক্তন সিইও।

Shashi Shekhar Vempati to take charge as Prasar Bharati CEO
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 3, 2017 12:03 pm
  • Updated:June 3, 2017 12:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রসার ভারতীর আধুনিকীকরণই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ নয়া সিইও শশী শেখর ভেম্পতির কাছে। শনিবার একটি সংবাদ সংস্থার কাছে তাঁর অকপট বয়ান, “প্রসার ভারতীকে একবিংশ শতাব্দীর মিডিয়া সংস্থা করে তুলতে হবে। আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ডিজিটাল প্রসার ভারতী।” তিনি আরও জানিয়েছেন, দূরদর্শন ও অল ইন্ডিয়া রেডিও-র অনুষ্ঠান উপস্থাপনা, বিষয়বস্তুতে বৈপ্লবিক পরিবর্তিন আসতে চলেছে।

অনলাইন মিডিয়া সংস্থা ‘নীতি ডিজিটাল’-এর প্রাক্তন প্রধান শশী শেখর ভেম্পতিকে প্রসার ভারতীর নয়া সিইও হিসাবে নিযুক্ত করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। দূরদর্শন ও অল ইন্ডিয়া রেডিও রয়েছে প্রসার ভারতীর অধীনে। ৪৩ বছেরের শশী শেখরই প্রথম যিনি আইএএস অফিসার না হয়েও পাবলিক সার্ভিস ব্রডকাস্টিংয়ের প্রধান হিসাবে নিযুক্ত হলেন। ২০১৭-র ফেব্রুয়ারি থেকে প্রসার ভারতীর অস্থায়ী সিইও রাজীব সিংয়ের স্থলাভিষিক্ত হবেন শশী শেখর। নীতি ডিজিটাল-এর সিইও হিসাবে অনলাইন নিউজ প্ল্যাটফর্ম NitiCentral.com -এর দায়িত্বে ছিলেন শশী। আইআইটি-বম্বে থেকে স্নাতক শশী ১৬ বছর চাকরি করেছেন ইনফোসিস-এ।

Advertisement

প্রসার ভারতী বোর্ডের পার্ট-টাইম সদস্য ভেম্পতির উপরে আস্থা দেখায় কেন্দ্র। প্রসার ভারতীর চেয়ারম্যান এ সূর্য প্রকাশ বিশ্বের বৃহত্তম মিডিয়া সংস্থা প্রসার ভারতীর সিইও হিসাবে শশী শেখর ভেম্পতির নাম ঘোষণা করে বলেন, “প্রযুক্তি ও মিডিয়া ম্যানেজমেন্টের উপর ভেম্পতির বিশেষ দখল রয়েছে। তাঁর উপর আস্থা দেখানোয় কেন্দ্রকে ধন্যবাদ।” ২০১৬-র নভেম্বরে প্রসার ভারতীর তৎকালীন সিইও জওহর সরকার অবসর গ্রহণের চার মাস আগেই পদত্যাগ করায় পদটি বেশ কিছুদিন ধরেই খালি পড়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশ মেনে সিইও পদের জন্য এক নতুন ও যুবা মুখের খোঁজ চলছিল। উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারির নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিশেষ কমিটি শশী শেখর ভেম্পতিকে বেছে নেয়। কমিটিতে ছিলেন প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement