Advertisement
Advertisement
Rahul Gandhi

মনমোহনের মৃত্যুর পরই ভিয়েতনাম ভ্রমণে রাহুল! ‘আর ক’দিন অপেক্ষা করা যেত না?’, খোঁচা প্রণবকন্যার

এর আগে তাঁর বাবার প্রয়াণের পর কংগ্রেস নেতাদের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রণবকন্যা।

Sharmishtha Mukherjee criticises Rahul Gandhi for Vietnam trip
Published by: Subhajit Mandal
  • Posted:January 8, 2025 4:58 pm
  • Updated:January 8, 2025 5:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার পুরোপুরি কংগ্রেসের বিরোধিতায় নেমে পড়লেন প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। মনমোহন সিংয়ের প্রয়াণের মাত্র কয়েকদিন পর রাহুল গান্ধী বিদেশ ভ্রমণে চলে গেলেন কীভাবে? প্রশ্ন তুললেন শর্মিষ্ঠা। তাঁর খোঁচা, আর ক’টাদিন অপেক্ষা করা যেত না?

মনমোহন সিংয়ের প্রয়াণের পর তাঁকে নিয়ে বিস্তর রাজনীতির টানাপড়েন হয়েছে। কংগ্রেস অভিযোগ করেছিল, মনমোহনের সমাধি এবং স্মৃতিসৌধ নিয়ে কেন্দ্রের অবস্থান অপমানজনক। নিগমবোধ ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন করে অপমান করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে। শর্মিষ্ঠা মুখোপাধ্যায় এবার কংগ্রেসকেই পালটা খোঁচা দিলেন। প্রণবকন্যার প্রশ্ন, মনমোহন সিংয়ের প্রয়াণের মাত্র কয়েক দিন পরই রাহুল গান্ধীর ভিয়েতনাম যাওয়ার খুব দরকার ছিল কি?

Advertisement

আসলে নতুন বছরে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ভিয়েতনাম সফর পূর্ব নির্ধারিত ছিল। কিন্তু ২৬ ডিসেম্বর আকস্মিকভাবে প্রয়াত হন মনমোহন। ২৮ ডিসেম্বর তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। কিন্তু রাহুল গান্ধী নিজের ভিয়েতনাম সফর বাতিল করেননি। রাষ্ট্রীয় শোক শেষ হওয়ার আগেই বিদেশে উড়ে যান প্রাক্তন কংগ্রেস নেতা। শর্মিষ্ঠা মুখোপাধ্যায় বলে গেলেন, “একজন সাধারণ নাগরিক হিসাবে এই প্রশ্নটা করতে আমি বাধ্য হচ্ছি। একজন প্রাক্তন প্রধানমন্ত্রী মারা গিয়েছেন। গোটা দেশ শোকপ্রকাশ করছে। সেই প্রাক্তন প্রধানমন্ত্রী আবার আপনার দলেরই এত বড় নেতা। ঠিক সেসময় নতুন বছর উদযাপনের জন্য বিদেশে যাওয়ার কি খুব দরকার ছিল? আর কটা দিন অপেক্ষা করলে কি আকাশ ভেঙে পড়ত?” শর্মিষ্ঠার দাবি, মনমোহনের অস্থিভস্ম সংগ্রহের সময়ও কোনও কংগ্রেস নেতা ছিলেন না। সেটাও আপত্তিজনক।

এর আগে তাঁর বাবার প্রয়াণের পর কংগ্রেস নেতাদের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রণবকন্যা। তিনি অভিযোগ করেন, “বাবা যখন মারা গেলেন কংগ্রেস শোকপ্রকাশের জন্য ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকারও প্রয়োজন বোধ করেনি।” এবার মনমোহনকেও একইরকমভাবে অপমান করা হল বলে দাবি শর্মিষ্ঠার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement