Advertisement
Advertisement
Share Market

বাজেট ঘোষণার আগেই চাঙ্গা শেয়ার বাজার, বিনিয়োগকারীদের আশা পূরণ করবেন নির্মলা?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রেই এবারের বাজেট তৈরি হয়েছে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী।

Share Market opens with 200 points high before budget
Published by: Anwesha Adhikary
  • Posted:July 23, 2024 9:36 am
  • Updated:July 23, 2024 10:39 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃতীয় এনডিএ সরকারের প্রথম বাজেট পেশ মঙ্গলবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রেই এবারের বাজেট তৈরি হয়েছে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। আশায় বুক বাঁধছেন দেশের আমজনতা। সবমিলিয়ে উত্থান হয়েছে শেয়ার বাজারেও। মঙ্গলবার বাজার খোলার পরপরই সোমবারের থেকে প্রায় ২০০ পয়েন্ট বেড়ে গিয়েছে সেনসেক্সের সূচক। সামান্য বেড়েছে টাকার দামও। 

গত ৪ জুন লোকসভা নির্বাচনের ফল বেরনোর পরেই বিরাট ধস নেমেছিল শেয়ার বাজারে (Share Market)। বিনিয়োগকারীদের আশা ছিল, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বার সরকার গড়বে বিজেপি। বুথ ফেরত সমীক্ষাতেও সেরকমই ইঙ্গিত ছিল। কিন্তু বাস্তবে তেমনটা না হওয়ায় বিরাট পতন হয় সেনসেক্স-নিফটিতে। বেশ কয়েকদিন ধরে শেয়ার বাজারে রক্তক্ষরণ জারি থাকে। গোটা ঘটনায় শুরু হয় রাজনৈতিক চাপানউতোরও।

Advertisement

[আরও পড়ুন: মোদি শত্রুই! কানাডার মন্দিরে ফের ভারতবিরোধী স্লোগান, নেপথ্যে খলিস্তানিরা?

তবে সরকার গঠনের পরে থেকে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ধীরে ধীরে কামব্যাক করে। টানা সাত সপ্তাহ উর্ধ্বমুখী থেকেছে বাজার। নজির গড়ে প্রথমবার ভারতে সেনসেক্সের (Sensex) সূচক পেরিয়ে যায় ৮০ হাজারের গণ্ডি। রেকর্ড উত্থান হয় নিফটিতেও। তবে বাজেট (Union Budget 2024) পেশের দিন ঘোষণা হতেই শেয়ার বাজারের ঝোড়ো ইনিংসের খানিকটা লাগাম পড়ে। সোমবার পর্যন্তও সেনসেক্সের সূচক ছিল লোকসানের দিকেই।

কিন্তু মঙ্গলবার বাজেট পেশের আগেই চাঙ্গা শেয়ার বাজার। সোমবারের তুলনায় সেনসেক্সের সূচক ২০০ পয়েন্ট বেড়ে ৮১ হাজারের বেশ কাছে পৌঁছে গিয়েছে। সকাল সাড়ে নটা পর্যন্ত সেনসেক্সের সূচক ছিল ৮০৭২৪.৩। নিফটির সূচক বেড়ে দাঁড়িয়েছে ২৪৫৬৮.৯। লাভের মুখ দেখেছেন পাবলিক সেক্টরের বিনিয়োগকারীরা। তবে বেলা খানিকটা গড়াতেই ফের নেমে গিয়েছে সূচক। সতর্কভাবেই পদক্ষেপ করবেন বিনিয়োগকারীরা। দিনের শেষে কি তাঁদের সন্তুষ্ট করতে পারবে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট?

[আরও পড়ুন: সেনাপ্রধানের সফর শেষে রক্তাক্ত ভূস্বর্গ, পরপর দুদিন সেনাকে লক্ষ্য করে জঙ্গি হামলা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement