সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃতীয়বার ক্ষমতায় ফিরছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। এক্সিট পোলে সেরকম ইঙ্গিত মিলতেই বিশাল লাফ দিল শেয়ার বাজার। সোমবার বাজার খোলার পরেই একলাফে ২ হাজার পয়েন্ট বাড়ল সূচক। সেনসেক্স এবং নিফটি- দুই সূচকই চড়চড়িয়ে বেড়েছে বাজার খোলার পরে। রেকর্ড উত্থান হয়েছে দুই সূচকের।
অষ্টাদশ লোকসভা নির্বাচন (Lok Sabha 2024) শেষ হয়েছে শনিবার। তার পর থেকেই প্রকাশ্যে এসেছে একের পর এক এক্সিট পোলের ফলাফল। সব এক্সিট পোলেই বিরাট ব্যবধানে এগিয়ে থেকে সরকার গড়ার দৌড়ে রয়েছে এনডিএ। ফলাফলের ইঙ্গিত মিলতেই লাফিয়ে বেড়েছে শেয়ার বাজারের সূচক। সোমবার বাজার খুলতেই দেখা যায়, ২ হাজার পয়েন্ট বেড়েছে সেনসেক্স (Sensex)। ৭৬ হাজারের ঘরে আবারও ঢুকে পড়ে সেনসেক্সের সূচক। নিফটির (Nifty) সূচকেও বড়সড় উত্থান হয় সোমবার।
উল্লেখ্য, লোকসভা নির্বাচন শুরু হওয়ার পর থেকেই শেয়ার বাজারে (Share Market) ব্যাপক অস্থিরতা দেখা গিয়েছিল। বেশ কয়েকবার বড়সড় ধসও নেমেছে বাজারে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ- সকলেই জানিয়েছিলেন যে নির্বাচনের ফল বেরলেই আবারও চাঙ্গা হবে শেয়ার বাজার। একটি সাক্ষাৎকারে মোদি বলেছিলেন, নির্বাচন শেষে নজির গড়ে রেকর্ড আসনে জিতবে বিজেপি। সেই সঙ্গে রেকর্ড উত্থান হবে শেয়ার বাজারেও। ৪ জুন ভোটের ফলপ্রকাশের পরেই চড়চড়িয়ে বাড়বে সেনসেক্সের সূচক।
তবে ফলপ্রকাশের আগেই বড়সড় উন্নতি হল শেয়ার বাজারে। তবে ২ হাজার পয়েন্ট বেড়ে গিয়ে বাজার খোলার পর খানিকটা কমেছে সূচক বৃদ্ধির হার। সেনসেক্সের সূচক আবারও ফিরে এসেছে ৭৫ হাজারের ঘরে। কিন্তু খানিক পরে ফের বেড়েছে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক। HDFC ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিনিয়োগকারীরা লাভবান হয়েছেন। লাভের মুখ দেখেছে আদানি গোষ্ঠীর একাধিক সংস্থাও। শেষ পাওয়া খবর অনুযায়ী ২০৯১ পয়েন্ট বেড়ে সেনসেক্স রয়েছে ৭৬ হাজার ৫২ পয়েন্টে। সেইসঙ্গে ২৩ হাজার ১৮৮ পয়েন্টে রয়েছে নিফটি। মঙ্গলবার নির্বাচনের ফলপ্রকাশের পরে কি নতুন নজির গড়তে পারে সেনসেক্স-নিফটি?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.