প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা দুদিন লাগাতার রক্তক্ষরণ শেয়ার বাজারে। প্রায় দুহাজার পয়েন্ট পড়ে গিয়েছে সেনসেক্সের সূচক। বেহাল দশা নিফটিরও। শেয়ার বাজারের জোড়া পতনের ধাক্কায় বিপুল লোকসান সইতে হচ্ছে বিনিয়োগকারীদের। জানা গিয়েছে, গত দুদিনে অন্তত ১৩ লক্ষ কোটি টাকা লোকসান হয়েছে তাঁদের।
অক্টোবর মাসের শুরু থেকেই থমকে গিয়েছে শেয়ার বাজারের উত্থান। তার আগে চার মাস ধরে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটেছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ভারতীয় সংস্থাগুলো। কিন্তু অক্টোবর মাসের শুরু থেকেই বারবার ওঠানামা দেখা গিয়েছে সূচকে। গত সপ্তাহ থেকেই নিম্নমুখী সেনসেক্স-নিফটি। তবে গত দুদিনে যেন ধস নেমেছে শেয়ার বাজারে।
মঙ্গলবার সকালে খানিকটা উন্নতি হয়েছিল সেনসেক্সের সূচকে। কিন্তু বিনিয়োগকারীদের আশার আলো নিভে যায় বেলা গড়াতেই। মঙ্গলবার দিনের শেষে বাজার বন্ধ হওয়ার সময় বম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স ৮০ হাজারের নিচেই। আগের দিনের তুলনায় ৮২১ পয়েন্ট কমে গিয়ে সেনসেক্স ছিল ৭৮,৬৭৫ পয়েন্টে। ২৫৮ পয়েন্ট পড়ে নিফটি শেষ করে ২৩ হাজার ৮৮৩ পয়েন্টে। মঙ্গলবারে বিনিয়োগকারীদের লোকসানের পরিমাণ ৫.৭৬ লক্ষ কোটি টাকা।
পরের দিন শেয়ার বাজারের বেহাল দশা আরও বাড়ে। বুধবার সেনসেক্স প্রায় হাজার পয়েন্ট পড়ে যায়। এদিন বাজার বন্ধের সময়ে সেনসেক্স ছিল ৭৭,৬৯০.৯৫ পয়েন্ট, আগের দিনের তুলনায় ৯৮৪.২৩ পয়েন্ট কম। ৩২৪.৫০ পয়েন্ট কমে নিফটির সূচক ২৩,৫৫৯.০৫ পয়েন্ট। টানা দুদিন শেয়ার বাজারের এমন পতনের জেরে অন্তত ১৩ লক্ষ কোটি টাকা লোকসান হয়েছে বিনিয়োগকারীদের। মহীন্দ্রা, টাটা স্টিল, আদানি, জেএসডব্লিউ স্টিল, কোটাক মহীন্দ্রা ব্যাঙ্কের মতো একাধিক সংস্থার নাম রয়েছে লোকসানের তালিকায়। বিশ্লেষকদের মতে, বিদেশি সংস্থাগুলো ভারতীয় শেয়ার বিক্রি করে দিচ্ছে। সেই সঙ্গে ডলারের নিরিখে টাকার দাম পড়ছে। সব মিলিয়েই ধস নামছে ভারতের শেয়ার বাজারে। আর্থিক ক্ষতি ভুগতে হচ্ছে বিনিয়োগকারীদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.