সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগেই ভেঙেছিল দল। ক্ষয় ধরেছিল দলের উপর একছত্র আধিপত্যে। এবার ‘মারাঠা স্ট্রংম্যান’ শরদ পওয়ারের নিজের হাতে গড়া দলের নামই বদলে গেল। তাঁর হাতে থাকা দলের অংশের নতুন নাম হল, ‘ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি শরদচন্দ্র পওয়ার’। এই নামের দল নিয়েই এবার আসন্ন নির্বাচনে লড়বেন ‘মারাঠা স্ট্রংম্যান’।
এনসিপির প্রকৃত মালিকানা কাদের হাতে, গত ৬ মাস ধরে তা নিয়ে চলছিল শুনানি। বিবাদমান দুই গোষ্ঠীর মধ্য়ে অজিত পওয়ার শিবিরকেই আসল ন্যাশনাল কংগ্রেস পার্টি বলে ঘোষণা করল নির্বাচন কমিশন। এর পরই রাজ্যসভা ভোটে লড়ার জন্য নতুন নাম বেছে নিতে হয় শরদ পওয়ারকে। তিনি তাঁর দলের নতুন নামের জন্য তিনটি বিকল্প দিয়েছিলেন-ন্যাশনাল কংগ্রেস পার্টি-শরদচন্দ্র পওয়ার, ন্যাশনাল কংগ্রেস পার্টি-শরদরাও পওয়ার এবং এনসিপি-শরদ পওয়ার। এর মধ্যে প্রথম নামটি বেছে নেয় জাতীয় নির্বাচন কমিশন।
দল ভাগাভাগির পর শুধু নাম নয়, প্রতীকও হারিয়েছেন ‘মারাঠা স্ট্রংম্যান’। ফলে ভোটে লড়াই করতে হলে নতুন প্রতীকও বেছে নিতে হবে তাঁকে। এতো কম সময়ের মধ্যে নতুন প্রতীক বেছে তা মানুষের কাছে পৌঁছে দেওয়ায় বেশ কঠিন হতে চলেছে বলেই মত রাজনৈতিক মহলের। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, এনসিপির নাম ও চিহ্ন ব্যবহারের অধিকার থাকবে অজিত পওয়ার শিবিরের হাতে। শরদ পওয়ারের পক্ষে রয়েছেন ১২ জন বিধায়ক। অন্যদিকে অজিতের পক্ষে আছেন ৪১ জন বিধায়ক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.