Advertisement
Advertisement

Breaking News

Sharad Pawar

উদ্ধব ঠাকরের পর এবার শরদ পওয়ারের ব্যাগে তল্লাশি কমিশনের! তুঙ্গে বিতর্ক

সোলাপুরে নির্বাচনী প্রচারে যাচ্ছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ।

Sharad Pawar's bag checked in Pune
Published by: Biswadip Dey
  • Posted:November 17, 2024 1:27 pm
  • Updated:November 17, 2024 1:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ব্যাগে তল্লাশি চালানো নিয়ে বিতর্কের মধ্যেই এবার শরদ পওয়ারের ব্যাগে তল্লাশি চালালেন নির্বাচনী আধিকারিকরা। সোলাপুরে নির্বাচনী প্রচারে যাওয়ার পথে মহারাষ্ট্রের পুণেতে বারামতিতে বর্ষীয়ান রাজনীতিকের ব্যাগে তল্লাশি চালানো হল। প্রসঙ্গত, কয়েকদিন আগে মহারাষ্ট্রের পালঘরে রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের ব্যাগেও তল্লাশি চালানো হয়েছে। বাদ পড়েননি অমিত শাহ, রাহুল গান্ধীও। 

আর মাত্র তিনদিন পরই বিধানসভা নির্বাচন মহারাষ্ট্রে। এই পরিস্থিতিতে লাগু হয়ে গিয়েছে নির্বাচনী আচরণবিধি। তাই বিভিন্ন নেতাদের ব্যাগে তল্লাশি চালানোর মতো ঘটনা ঘটছে। এদিন সোলাপুরে নির্বাচনী প্রচারে যাচ্ছিলেন শরদ পওয়ার। সেই সময় বারামতিতে তাঁর ব্যাগে তল্লাশি চালান নির্বাচনী আধিকারিকরা। পরে তল্লাশি শেষ হলে নিজের চপাড়ে চড়ে সোলাপুরের উদ্দেশে পাড়ি দেন পওয়ার। 

Advertisement

শুক্রবার মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই নির্বাচন কমিশনের তরফে তাঁর চপারে তল্লাশি চালানো হয়েছে বলে জানান শাহ। তল্লাশির ভিডিও নিজের এক্স হ্যান্ডেলেও প্রকাশ করেন তিনি।শনিবার মহারাষ্ট্রের অমরাবতীতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ব্যাগ তল্লাশি নিয়েও একপ্রস্থ নাটক হয়। তার আগে সোমবার একপ্রকার আচমকায় উদ্ধব ঠাকরের ব্যাগে তল্লাশি চালান নির্বাচন কমিশনের আধিকারিকরা। সেই ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেন শিব সেনা ইউবিটির নেতা উদ্ধব নিজেই। মঙ্গলবার ফের উদ্ধবের ব্যাগ ‘সার্চ’ করা হয়। ওই ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর বিরোধী শিবিরের অন্য নেতারাও উদ্ধবকে সমর্থন করেন। শরদ পওয়ার বলে দেন, “ওদের হাতে ক্ষমতা আছে, তাই ওরা বিরোধীদের বিব্রত করছে। এ সবের ফল ওদের ভুগতে হবে।” এবার তাঁর ব্যাগেও তল্লাশি চালানোর ঘটনা ঘটল। অবশ্য এর পাশাপাশি একই ঘটনা ঘটেছে খোদ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গেও। পালঘরে ভোটপ্রচারে গিয়েছিলেন একনাথ শিণ্ডে। সেখানে গিয়েই কমিশনের আধিকারিকরা শিণ্ডের ব্যাগে তল্লাশি চালান। কমিশন জানিয়েছে, ভোটের আগে বড় নেতা বা তারকা প্রচারকদের গাড়ি বা ব্যাগে তল্লাশি চালানো কমিশনের আধিকারিকদের রুটিন কাজের মধ্যে পড়ে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement