Advertisement
Advertisement

Breaking News

Bengaluru Opposition meet

Bengaluru Opposition Meet: বিরোধী বৈঠকে যোগ দেবেন শরদ পওয়ার? জল্পনার মধ্যেই বেঙ্গালুরুর পথে মমতা, অভিষেক

বেঙ্গালুরুর বিরোধী বৈঠকে যোগ দিতে পারে ২৪টি দল।

Sharad Pawar to skip Bengaluru Opposition meet on First Day? will join tomorrow | Sangbad Pratidin
Published by: Sangbad Pratidin Video Team
  • Posted:July 17, 2023 1:06 pm
  • Updated:July 17, 2023 1:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনের দামামা বেজেছে এখন থেকেই। নরেন্দ্র মোদিকে (Narendra Modi) টেক্কা দিতে কোমর বেঁধে নেমেছে বিরোধীরা। এবার পাটনার (Patna) পর ফের বেঙ্গলুরুতে (Bengaluru) একজোট হচ্ছেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা। সেখানেই শুরু হচ্ছে বিরোধীদের দু’দিনের বৈঠক। তবে সেই আলোচনা সভায় সোমবার থাকছেন না এনসিপি (NCP) প্রধান শরদ পওয়ার (Sharad Pawar)। যদিও মঙ্গলবার তিনি যোগ দিতে পারেন ওই বৈঠকে, জানা যাচ্ছে এমনও। যদিও ১৭টি রাজনৈতিক দল একত্রিত হয়েছিল পটনায়। বেঙ্গালুরুর এই বৈঠকে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়তে পারে। প্রায় ২৪টি দল এই বিরোধী বৈঠকে যোগ দিতে পারে বলেই খবর।

তবে শরদ পওয়ারের এই যোগ-অনিশ্চয়তা নিয়ে জল্পনা শুরু হয়েছে ফের। কেন তিনি আজই ওই বৈঠকে গেলেন না, সে বিষয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। রাজনৈতিক মহলের একাংশের দাবি, রবিবার শরদ পওয়ারের সঙ্গে দেখা করেছিলেন তাঁর ভাইপো অজিত পওয়ার (Ajit Pawar) । সেই বৈঠকের পর এনসিপি নেতা প্রফুল্ল প্যাটেল জানান, ”শরদ পাওয়ার দলের প্রধান। তিনি আমাদের অনুপ্রেরণা। এনসিপিকে একজোট রাখার বিষয়টি ভেবে দেখার অনুরোধ করেছি।” যদিও এই ‘অনুরোধে’ সাড়া দেননি শরদ পওয়ার জানা গিয়েছে এমনও। মহারাষ্ট্রের (Maharashtra) এই নয়া জল্পনা উসকে দিয়েছে একাধিক বিষয়ও। শরদের গতিবিধি নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। ঠিক এই আবহেই তাঁর বিরোধী বৈঠকে প্রথমদিন না যাওয়া বিতর্ক তৈরি করেছে ফের।

Advertisement

[আরও পড়ুন: আসানসোলে কম্বল বিতরণ মামলা: তদন্তে সহযোগিতা জিতেন্দ্র-চৈতালির, সন্তুষ্ট সুপ্রিম কোর্ট]

প্রসঙ্গত, মোদি বিরোধী জোট গড়ার ক্ষেত্রে উদ্যোগী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) , শরদ পওয়াররা। বিজেপির (BJP) দাবি অনুযায়ী, ‘ছন্নছাড়া বিরোধী জোটে’র একত্রীকরণে বারবার সচেষ্ট হয়েছেন এই নেতা। যদিও শারীরিক অসুস্থতার জন্য সোমবারের বিরোধী নৈশভোজে অংশ নেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, প্রথমে এমন জানা গেলেও বেঙ্গালুরুর বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে সোমবারই যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দর থেকে বেঙ্গালুরুর পথে রওনা দিয়েছেন তিনি। সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) সঙ্গে সাক্ষাতের পর মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারের নৈশভোজে উপস্থিত থাকছেন কিনা, তা স্পষ্ট হয়নি এখনও।

[আরও পড়ুন: সবজির মূল্যবৃদ্ধির জন্য দায়ী ‘মিঞারা’, অসমের মুখ্যমন্ত্রী হিমন্তর মন্তব্যে বিতর্ক তুঙ্গে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement