Advertisement
Advertisement
Sharad Pawar

আচমকাই ইস্তফা এনসিপি প্রধান শরদ পাওয়ারের, ভবিষ্যৎ নেতা কে?

পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করতে প্যানেল গড়েছে এনসিপি।

Sharad Pawar steps down as NCP chief | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:May 2, 2023 1:10 pm
  • Updated:May 2, 2023 1:52 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এনসিপি (NCP) প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেন শরদ পাওয়ার (Sharad Pawar)। সোমবার আচমকাই তিনি ঘোষণা করেন, দলীয় প্রধানের পদ ছাড়তে চলেছেন তিনি। আগামী দিনে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান কে হবেন, সেই প্রসঙ্গে অবশ্য দলের তরফে কিছু জানানো হয়নি। প্রসঙ্গত, মহারাষ্ট্র তথা গোটা ভারতীয় রাজনীতিতে বিরোধী নেতা হিসাবে যথেষ্ট প্রভাবশালী পাওয়ার। 

সোমবার দুপুরবেলা নিজের আত্মজীবনী বই প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরদ পাওয়ার। সেখান থেকেই ঘোষণা করেন, দলের প্রধানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। তবে সক্রিয় রাজনীতি চালিয়ে যাবেন। বক্তৃতায় তিনি বলেন, “আমি জানি কোন সময়ে থামতে হয়।” জানা গিয়েছে, দলের পরবর্তী প্রেসিডেন্ট নিয়োগ করতে বিশেষ প্যানেল গঠন করেছে এনসিপি। সেই প্যানেলে রাখা হয়েছে দলের বিদ্রোহী নেতা অজিত পাওয়ারকেও।  

[আরও পড়ুন: ১৪ বছরের বন্ধুত্ব-ঘনিষ্ঠতা থেকেই শ্বেতাকে ৫০ লাখি ফ্ল্যাট, গাড়ি উপহার অয়নের! দাবি ইডির]

পাওয়ারের ঘোষণার পরেই প্রতিবাদ শুরু করেন তাঁর অনুগামীরা। ইস্তফার সিদ্ধান্ত প্রত্যাহার করতে পাওয়ারকে অনুরোধও করেছেন তাঁরা। তবে দলের তরফে অজিত পাওয়ার বলেন, ইস্তফা প্রসঙ্গে দলের সিদ্ধান্তই মেনে নেবেন সদ্য প্রাক্তন সুপ্রিমো। এনসিপি প্রেসিডেন্ট নির্বাচনী প্যানেলের সদস্য প্রফুল্ল পটেল জানান, আগে থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত কেউ জানতেন না। এদিন শরদ পাওয়ারের ঘোষণার পরেই কান্নায় ভেঙে পড়েন একাধিক দলীয় নেতা।

মহারাষ্ট্রে মহা বিকাশ আগাড়ি সরকার গঠনে অন্যতম প্রধান ভূমিকা ছিল শরদ পাওয়ারের। জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী জোটেও গুরুত্বপূর্ণ নেতা হিসাবে উঠে এসেছিল তাঁর নাম। আচমকা ইস্তফার জেরে একাধিক প্রশ্নের মুখে পাওয়ারের প্রতিষ্ঠিত দল। তবে ওয়াকিবহাল মহলের একাংশের ধারণা, তাঁর ভাইপো অজিত পাওয়ারই দলের পরবর্তী সুপ্রিমো হতে চলেছেন। এনসিপির আগামী প্রেসিডেন্টের নাম কবে ঘোষণা হবে, তা অবশ্য এখনও জানা যায়নি। 

[আরও পড়ুন: লখনউয়ের তরুণ ক্রিকেটারকে জুতো দেখাচ্ছেন বিরাট! ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে বিতর্ক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement