Advertisement
Advertisement

Breaking News

Ram Temple Inauguration

রামমন্দির নিয়ে রাজনীতি করছে বিজেপি! আমন্ত্রণ না পেয়ে তোপ পওয়ারের

মন্দির রাজনীতিতে ক্ষুব্ধ মারাঠা রাজনীতি।

Sharad Pawar says ‘not invited’ to Ram Temple inauguration | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:December 28, 2023 12:46 pm
  • Updated:December 28, 2023 12:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উদ্বোধনে এখনও বাকি ২৫ দিন। এখন থেকেই জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে রামমন্দির ইস্যু (Ram Temple Issue)। মন্দির নিয়ে বিজেপির উদ্দেশে কটাক্ষের তির ছুড়ছেন একের পর এক বিরোধী নেতা। এবার সেই তালিকায় নাম লেখালেন এনসিপি (NCP) সুপ্রিমো শরদ পওয়ার।

পওয়ারের দাবি, তাঁকে মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রণই জানানো হয়নি। তাই তাঁর উপস্থিত থাকার প্রশ্ন নেই। এনসিপি সূত্রের দাবি, রাম মন্দির কর্তৃপক্ষ মোট ৬ হাজার অতিথিকে আমন্ত্রণ জানাচ্ছে। অথচ শরদ পওয়ারের মতো সিনিয়র নেতা আমন্ত্রণ পাননি। প্রকাশ্যে এ নিয়ে কিছু না বললেও দলের অন্দরে আমন্ত্রণ না পাওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: দুবাইয়ে গ্রেপ্তার মহাদেব কাণ্ডের ‘মাস্টারমাইন্ড’, ফেরানো হবে ভারতে]

প্রকাশ্যে পওয়ার বলছেন, “রামমন্দির তৈরি হচ্ছে দেখে আমাদের ভালো লাগছে। বহু মানুষের বহু অবদান এতে রয়েছে। কিন্তু বুঝতে পারছি না মন্দির উদ্বোধন নিয়ে বিজেপি (BJP)  ইচ্ছাকৃতভাবে রাজনীতি করছে কিনা। নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে চাইছে কিনা।” এনসিপি সুপ্রিমো এদিন জানিয়েছেন, ধর্মস্থানে যেতে তিনিও পছন্দ করেন। ২-৩টি ধর্মস্থানে গোপনে যানও। তবে সবটাই গোপনীয়। এসব নিয়ে রাজনীতি ঠিক নয়।

[আরও পড়ুন: আর কতদিন চলবে হামাসের সঙ্গে লড়াই? রাষ্ট্রসংঘকে জানাল ইজরায়েল]

উল্লেখ্য, ২২ জানুয়ারি রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে। ওই অনুষ্ঠানে একাধিক বিরোধী নেতাও আমন্ত্রিত। এর মধ্যে রয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার দলনেতা অধীর চৌধুরী। একাধিক বিরোধী শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীও আমন্ত্রিত। অথচ পওয়ার নাকি আমন্ত্রণ পাননি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement