Advertisement
Advertisement

Breaking News

Maharashtra

মহারাষ্ট্রে বিরোধীদের ‘মুখ্যমন্ত্রীর মুখ’ উদ্ধব? কী বললেন শরদ পওয়ার

বিজেপি জোটকে সরিয়ে ক্ষমতায় আসতে মরিয়া মহা বিকাশ আগাড়ি।

Sharad Pawar rules out chief ministerial face for Maharashtra polls
Published by: Biswadip Dey
  • Posted:September 4, 2024 2:21 pm
  • Updated:September 4, 2024 2:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শেষেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। লোকসভা নির্বাচনে বিজেপি জোটকে কার্যতই উড়িয়ে দিয়েছে বিরোধী মহা বিকাশ আগাড়ি। ৪৮ আসনের মধ্যে আগাড়ির দখলে এসেছে ৩০ আসন। এই পরিস্থিতিতে উৎসাহে ফুটছে বিরোধীরা। কিন্তু শোনা যাচ্ছিল, নির্বাচনের প্রস্তুতিপর্বের শুরুতেই হোঁচট খেয়েছে তারা। মুখ্যমন্ত্রীর মুখ কে হবেন? সেটাই নাকি আসল সমস্যার কারণ। কিন্তু বুধবার শরদ পওয়ার জানিয়ে দিলেন, কে মুখ্যমন্ত্রীর মুখ তা আগাম ঘোষণা করার কোনও প্রয়োজন নেই। তাঁরা লড়াই করবেন সম্মিলিত নেতৃত্বকে সামনে রেখে। তাঁর এহেন মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

শিব সেনার উদ্ধব ঠাকরে শিবিরের তরফে সাম্প্রতিক সময়ে উদ্ধবকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা নিয়ে সুর চড়াচ্ছিল। কিন্তু পওয়ারের দাবি, জোটের মধ্যে যে দল সবচেয়ে বেশি আসন পাবে সেখান থেকেই কাউকে মুখ্যমন্ত্রী করা হবে যদি সত্যিই বিরোধীরা ক্ষমতায় আসে। তাঁকে বলতে শোনা গিয়েছে, ”মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে কোনও দ্বন্দ্ব নেই। এখনই এই নিয়ে কিছু ভাবার দরকার নেই। কে নেতৃত্ব দেবেন তা আসনসংখ্যা দেখে ঠিক করা হবে। নির্বাচনের আগে এই নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই।”

Advertisement

[আরও পড়ুন: ১৫-১৬ মাসেও ফেরেনি শান্তি, নীরব দর্শক কেন্দ্রীয় বাহিনী ! তোপ মণিপুরের বিজেপি বিধায়কের]

এই বিষয়ে বলতে গিয়ে এনসিপি সুপ্রিমো এমার্জেন্সি পরবর্তী লোকসভা নির্বাচনের প্রসঙ্গও তোলেন। তিনি বলেন, ”এমার্জেন্সির পরে মোরারজি দেশাইয়ের নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু ভোট চাওয়ার সময় ওঁর নাম ঘোষণা করা হয়নি। সেভাবেই এবার মুখ্যমন্ত্রী হিসেবে কারও নাম নেওয়ার প্রয়োজন নেই। আমরা একসঙ্গে থাকব। এবং জনাদেশ পাওয়ার পর একটা স্থায়ী সরকার গড়ব।”

এই প্রথম নয়। আগেও কংগ্রেস এবং এনসিবি শিবির বক্তব্য রেখেছিল, ভোটের আগে মুখ্যমন্ত্রী বেছে নেওয়া অপ্রয়োজনীয়। উদ্ধব শিবির চাইছে বিধানসভায় তাঁদের দলের নেতাকেই মুখ্যমন্ত্রীর মুখ করে এগোক মহা বিকাশ আগাড়ি। উদ্ধব নিজে সে কথা বলছেন না। তিনি নিজের মুখ নিজের নাম প্রস্তাব না করলেও তাঁর দাবি, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে কারও নাম ঘোষণা করতেই হবে। এহেন পরিস্থিতিতে এবার শরদ পওয়ার দাবি করলেন, তেমন কিছু করতে তাঁরা রাজি নন।

[আরও পড়ুন: ফাস্ট ট্র্যাক কোর্ট নিয়ে মমতাকে তোপ রিজিজুর, পুরনো চিঠি শেয়ার করে খোঁচা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement