Advertisement
Advertisement

Breaking News

Sharad Pawar

‘এককালে মোদিকে কত সাহায্য করেছি!’ ভোটপ্রচারে প্রধানমন্ত্রীর আক্রমণে আক্ষেপ পওয়ারের

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী থাকাকালীন কৃষকদের জন্য কিছুই করেননি পওয়ার, তোপ দাগেন মোদি।

Sharad Pawar Recalls CM Modi after PM's Attack

ছবি: এএনআই।

Published by: Kishore Ghosh
  • Posted:May 16, 2024 4:58 pm
  • Updated:May 16, 2024 5:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় কৃষিমন্ত্রী থাকাকালীন কৃষকদের উন্নতির জন্য কিছুই করেননি। নাম না করে বুধবার এই ভাষাতেই শরদ পওয়ারকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বৃহস্পতিবার মোদির কটাক্ষ নিয়ে হতাশা প্রকাশ করলেন এনসিপি নেতা শরদ পওয়ার (Sharad Pawar)। আক্ষেপের সুরে বর্ষীয়ান রাজনীতিবিদ জানান, মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় কেন্দ্রীয় কৃষিমন্ত্রী হিসেবে তাঁকে সাহায্য করেছিলেন।

২০০৪ থেকে ২০১৪ অবধি দেশের কৃষিমন্ত্রী ছিলেন শরদ পওয়ার। সেই সময় গুজরাটে কৃষিক্ষেত্রে সংকটে দেখা দিলে মোদির পাশে দাঁড়ান তিনি। এমনকী বিশেষ চাষের পদ্ধতি জানতে মোদি ইজরায়েলে যেতে চাইলে, সেই ব্যবস্থাও করে দেন বলে দাবি পওয়ারের। বৃহস্পতিবার প্রবীণ নেতা বলেন, “একাধিক সমস্যা নিয়ে ওঁ (মোদি) আমার কাছে আসত। আমাকে গুজরাটেও নিয়ে গিয়েছিল। একবার বিশেষ ধরনের চাষের পদ্ধতি জানতে ইউক্রেনে জেতে চায়, সেই ব্যবস্থাও করে দিয়েছিলাম। এখন যা বলছে সেই সম্পর্কে কোনও ধারণা নেই আমার।” বেশ কয়েক বছর পরে ২০১৭ সালের জুলাই মাসে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ইজরায়েলে যান মোদি।

Advertisement

 

Advertisement

[আরও পড়ুন: ইডি-র ক্ষমতায় ‘সুপ্রিম’ রাশ, বড় সিদ্ধান্ত শীর্ষ আদালতের

বৃহস্পতিবার ভোটপ্রচারের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইন্ডিয়া জোটকে আক্রমণ করেন, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী থাকাকালীন কৃষকদের জন্য কিছুই করেননি শরদ পওয়ার। পাশাপাশি দাবি করেন, গত দশ বছরে বিজেপি সরকারের আমলে সব থেকে বেশি উপকৃত হয়েছে কৃষকরা। তবে প্রত্যাশা মতোই তিন কৃষি আইনের জেরে কৃষকবিক্ষোভ এবং আইন তুলে নেওয়ার কথা বলেননি মোদি। 

 

[আরও পড়ুন: তেল ভরতে পেট্রল পাম্পে দাঁড়ানো কাল হল, বিলবোর্ড চাপা পড়ে গাড়ির ভিতরেই মৃত্যু দম্পতির!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ