Advertisement
Advertisement
মহারাষ্ট্র

‘রাজনীতির চাণক্যকে বোকা বানিয়েছেন শরদ পওয়ার’, নাম না করে অমিত শাহকে কটাক্ষ এনসিপির

পাঁচবছরের জন্য মুখ্যমন্ত্রী হবেন একজন শিব সৈনিকই, রাজি কংগ্রেস ও এনসিপি!

Sharad Pawar
Published by: Soumya Mukherjee
  • Posted:November 22, 2019 2:32 pm
  • Updated:November 22, 2019 3:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে এনসিপি, কংগ্রেস ও শিব সেনার মধ্যে জোট তৈরির প্রক্রিয়া প্রায় শেষের পথে। যেকোনও মুহূর্তে আত্মপ্রকাশ করতে পারে মহারাষ্ট্র ডেভেলপমেন্ট ফ্রন্ট। তিন দলের বৈঠকে এটাও চূড়ান্ত হয়েছে যে সরকার গঠন হলে পাঁচবছরের জন্য মুখ্যমন্ত্রী হবেন একজন শিব সৈনিকই। আর ঠিক এই সময়ে বিজেপি ও তার সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে কটাক্ষ করলেন এনসিপির মুখপাত্র নবাব মালিক। বিরোধী শক্তিদের এভাবে ঐক্যবদ্ধ করে ভারতীয় রাজনীতির চাণক্য হিসেবে পরিচিত অমিত শাহকে বোকা বানানোর জন্য শরদ পওয়ারের ভূয়সী প্রশংসা করলেন। 

[আরও পড়ুন: এক স্বপ্নপূরণের গল্প, যুবককে ফোন করে চাকরি দিলেন স্বয়ং রতন টাটা]

শুক্রবার সকালে তিনি হিন্দিতে টুইট করেন, ‘মহারাষ্ট্রে সরকার তৈরির মধ্যমণি শরদ পওয়ার সাহেব শেষ পর্যন্ত ভারতীয় রাজনীতির তথাকথিত চাণক্যকে বোকা বানিয়েছেন। দিল্লির শাসকরা মহারাষ্ট্রের মাথা নিজেদের সামনে ঝোঁকাতে পারেননি। জয় মহারাষ্ট্র।’

Advertisement

প্রথমে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকে এনসিপি, কংগ্রেস ও শিব সেনার জোটের বিষয়টা চূড়ান্ত করেন শরদ পওয়ার। তারপর বৃহস্পতিবার রাতে এনসিপি সুপ্রিমোর বাড়িতে যান শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরে ও তাঁর ছেলে আদিত্য ঠাকরে। সেখানেই সিদ্ধান্ত হয় যে তিন দলের মহারাষ্ট্র ডেভেলপমেন্ট ফ্রন্ট গঠিত হলে মুখ্যমন্ত্রী শিব সেনা থেকেই হবে। আর সেক্ষেত্রে উদ্ধব ঠাকরেই হবেন মহারাষ্ট্রের আগামী মুখ্যমন্ত্রী। শুক্রবার সকালেও এই বিষয়টি স্পষ্ট করে দেন শিব সেনার রাজ্যসভা সাংসদ ও মুখপাত্র সঞ্জয় রাউত। তবে তিনি বলেন, ‘উদ্ধব ঠাকরে আরও অনেকের নাম বলেছিলেন। কিন্তু, মহারাষ্ট্রের উন্নয়নের স্বার্থে তাঁকেই নেতৃত্ব দেওয়ার অনুরোধ জানানো হয়।’ সাংবাদিকরা সঞ্জয় রাউতকে প্রশ্ন করেন, গতকাল অনেক রাত পর্যন্ত চলা বৈঠকে কী শরদ পওয়ার আপনার নাম মুখ্যমন্ত্রী হিসেবে প্রস্তাব করেছিলেন? এর উত্তরে শিব সেনা সাংসদ জানান, এটা সম্পূর্ণ ভুল। মহারাষ্ট্রের মানুষ উদ্ধব ঠাকরেই মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চায়।

[আরও পড়ুন: ডিসেম্বরের শুরুতেই সংসদে নাগরিকত্ব বিল, তোড়জোড় শুরু করল সরকার]

সঞ্জয় রাউতের সুরেই সুর মেলালেন কংগ্রেস নেতা মানিকরাও ঠাকরে। এপ্রসঙ্গে তিনি বলেন, ‘শিব সেনা থেকেই যে মহারাষ্ট্রের আগামী মুখ্যমন্ত্রী হচ্ছে তা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছে। এনসিপি কখনই মুখ্যমন্ত্রী পদের দাবিদার ছিল না।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement