Advertisement
Advertisement
Sharad Pawar

ইডির নিশানায় দলের নেতারা! দিল্লিতে মোদির দ্বারস্থ শরদ পওয়ার

মহারাষ্ট্রের শাসক শিবিরের একাধিক নেতা এই মুহূর্তে ইডির নজরে।

Sharad Pawar meets PM Modi, sets political circles abuzz | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 6, 2022 4:59 pm
  • Updated:April 6, 2022 4:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে দেখা করলেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। বুধবার সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে মিনিট পঁচিশের একটি বৈঠক করেন ‘মারাঠা স্ট্রংম্যান।’ যেসময় মহারাষ্ট্রের শাসক জোট মহা বিকাশ আগাড়ির একাধিক নেতা সিবিআই-ইডির (ED) মতো কেন্দ্রীয় সংস্থার নিশানায়, ঠিক তখনই হঠাৎ পওয়ার-মোদির এই সাক্ষাৎ রাজনৈতিক মহলে গুঞ্জনের জন্ম দিচ্ছে।

এনসিপি (NCP) অবশ্য প্রকাশ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে দলের সুপ্রিমোর এই বৈঠককে খুব একটা গুরুত্ব দিতে চাইছে না। দলের তরফে সরকারিভাবে এ নিয়ে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা শরদ পওয়ারের (Sharad Pawar) ভাইপো অজিত পওয়ারের বক্তব্য,”আমার ওই বৈঠক সম্পর্কে বিশেষ কিছু জানা নেই। তবে একটা সর্বভারতীয় দলের নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারেন। আলোচনার মতো অনেক গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে। আমি নিশ্চিত ওরা গুরুত্বপূর্ণ কোনও ইস্যুতেই আলোচনা করেছেন। এতে এতো গুরুত্ব দেওয়ার কিছু নেই।”

Advertisement

[আরও পড়ুন: ‘ভারত শান্তির পক্ষে, এখনই বন্ধ হোক যুদ্ধ’, ইউক্রেন-রাশিয়া নিয়ে লোকসভায় বিবৃতি বিদেশমন্ত্রীর]

পওয়ার-মোদির (Narendra Modi) এই বৈঠক নিয়ে মহারাষ্ট্র বিজেপি আবার দ্বিধাবিভক্ত। রাজ্যের বিরোধী দলনেতা প্রবীণ দাঁড়েকরের সাফ কথা,”মহা বিকাশ আগাড়ির বহু নেতা এই মুহূর্তে ইডির (ED) র‍্যাডারে। এনসিপির দুই নেতা এখন জেলে। বহু শিব সেনা (Shiv Sena) নেতার বিরুদ্ধে তদন্ত চলছে। হয়তো সেকারণেই প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন মোদি।” যদিও আরেক বিজেপি নেতা সুধীর মুনগান্তিওয়ার বলছিলেন, “বহু এনসিপি নেতার বিরুদ্ধে ইডি তদন্ত করা সত্ত্বেও যেভাবে পওয়ার মোদির সঙ্গে বৈঠক করলেন, তাতেই বোঝা যায় দুই দলের মধ্যে কোনও তিক্ততা নেই।”

[আরও পড়ুন: পাঠ্যবইয়ে ‘পণের সুফল’ ঘিরে বিতর্কের জের, বাজার থেকে বই তুলে নেওয়ার ঘোষণা প্রকাশকের]

রাজনৈতিক মহলের একাংশের ধারণা, শুধু ইডির অতিসক্রিয়তা নয়। পওয়ার এবং মোদির বৈঠকের প্রভাব আরও সুদূরপ্রসারী হতে পারে। কারণ, শরদ পওয়ার বিরোধী শিবিরের অন্যতম মুখ। কমবেশি সব বিরোধী নেতানেত্রীর সঙ্গেই সুসম্পর্ক রয়েছে পওয়ারের। সেক্ষেত্রে বিজেপি (BJP) বিরোধী জোট গঠনের অন্যতম কারিগর হতে পারেন এনসিপি সুপ্রিমো। সেই পওয়ারের সঙ্গেই এবার সখ্য বাড়াতে চাইছে বিজেপি? উঠছে প্রশ্ন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement