Advertisement
Advertisement
Sharad Pawar

এনসিপি থেকে অজিত আউট! ভাইপোর বিরুদ্ধে শরদের ‘পওয়ার-প্লে’

এনডিএ-তে যোগ দেওয়া ৯ বিধায়ককেও সরিয়ে দেওয়া হয়েছে দল থেকে।

Sharad Pawar expels Ajit Pawar from NCP। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:July 6, 2023 8:50 pm
  • Updated:July 6, 2023 8:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলীয় প্রতীক নিয়ে ভাইপো অজিত পওয়ারের (Ajit Pawar) সঙ্গে বিবাদের মধ্যেই তাঁকে দল থেকে বহিষ্কার করলেন শরদ পওয়ার (Sharad Pawar)। সেই সঙ্গে ‘মারাঠি স্ট্রংম্যানে’র ঘোষণা, ”৮২ হোক বা ৯২ আমি এখনও সক্রিয়ই।”

বৃহস্পতিবার দিল্লিতে শরদ পওয়ারের বাসভবনে আয়োজিত হয়েছিল গুরুত্বপূর্ণ বৈঠক। এরপরই ভাইপো অজিতকে দল থেকে বহিষ্কারের ঘোষণা করেন শরদ। কেবল অজিতই নয়, তাঁর সঙ্গে এনডিএ-তে যোগ দেওয়া ৯ বিধায়ককেও সরিয়ে দেওয়া হয়েছে দল থেকে। এদিকে এদিনের দলীয় বৈঠকের পর বর্ষীয়ান নেতার সঙ্গে দেখা করেন রাহুল গান্ধী।

Advertisement

[আরও পড়ুন: চতুর্থ শ্রেণির ছাত্রকে বেধড়ক মার, প্রতিবাদ করায় শিক্ষকের হাতে আক্রান্ত সহকর্মীরাও, চাঞ্চল্য হুগলিতে]

এদিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় শরদ পওয়ার জানিয়ে দেন, বৈঠকে দলের সব সদস্যই দলের শক্তিবৃদ্ধির পক্ষে কথা বলেছেন। তাঁর কথায়, ”দল এই ঘটনায় আহত, কিন্তু সকলেই জানিয়েছেন দলকে শক্তিশালী করে তুলতে তাঁরা লড়বেন। আসলে আজকের বৈঠকের উদ্দেশ্যই ছিল সকলের মনোবলকে জাগিয়ে তোলা।” সেই সঙ্গেই তাঁর বয়স নিয়ে ভাইপো অজিতের কটাক্ষের জবাবে শরদ বলেন, ”বয়সটা কোনও ব্যাপারই নয়। ৮২ হোক বা ৯২, আমি এখনও সক্রিয়।”

অন্যদিকে অজিতের মুখ্যমন্ত্রী হতে চাওয়া প্রসঙ্গে তাঁর কাকা জানিয়েছেন, কেউ যদি মুখ্যমন্ত্রী হতে চান, তাঁকে তিনি শুভ কামনা জানাচ্ছেন। পাশাপাশি মহারাষ্ট্রের (Maharashtra) মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে (Eknath Shinde) সাফ জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না। বিরোধীদের একাংশ দাবি করেছিলেন, শিণ্ডেকে সরিয়ে অজিত পওয়ারকে মুখ্যমন্ত্রী করা হতে পারে। তবে যাবতীয় জল্পনায় জল ঢেলে দিয়েছে শিব সেনার (Shiv Sena) শিণ্ডে শিবির।

[আরও পড়ুন: ‘চারদিকে বামেরা জিতবে’, মমতার বিরুদ্ধে সুর চড়াচ্ছেন খোদ ‘রাজ্য সরকার’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement