Advertisement
Advertisement
শরদ পওয়ার

মহারাষ্ট্রে সরকার গড়বে বিজেপি-শিব সেনাই! পিছিয়ে এলেন শরদ পওয়ার

এনসিপি-কংগ্রেস জোট সরকার গড়ার চেষ্টা করবে না, সাফা জানালেন পওয়ার।

Sharad Pawar confirmed confirmed sit in oppostion
Published by: Subhajit Mandal
  • Posted:November 6, 2019 1:37 pm
  • Updated:November 6, 2019 1:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের সরকার গড়া নিয়ে যাবতীয় জল্পনার অবসান ঘটালেন শরদ পওয়ার। সাফ জানিয়ে দিলেন, মহারাষ্ট্রে সরকার গড়ার কোনও ইচ্ছে তাঁর নেই। তিনি বলেন, “আমাদের সরকার গড়ার উপযুক্ত সংখ্যা নেই। তাই সরকার গড়ার কোনও প্রশ্নই ওঠে না। এনসিপি-কংগ্রেস জোট বিরোধী আসনে বসবে। আমি নিশ্চিত বিজেপি-শিব সেনার মধ্যে কোনও না কোনও চুক্তি হবে।”


মহারাষ্ট্রে ফলাফল প্রকাশের ১২ দিন পরও সরকার গঠনের প্রক্রিয়া একচুলও এগোয়নি। বিজেপি-শিব সেনা জোটের হাতে সংখ্যাগরিষ্ঠতা থাকলেও মুখ্যমন্ত্রীর পদ নিয়ে দুই শরিকের মধ্যে বিবাদ চরম আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে শিব সেনা-এনসিপি জোটের সরকার গড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। শরদ পওয়ারের সঙ্গে শিব সেনার সঞ্জয় রাউত দেখাও করেন। তারপর আরও উজ্বল হয় সেনা-এনসিপি জোটের জল্পনা।

Advertisement

[আরও পড়ুন: প্রশাসন চাইলেই আড়ি পাততে পারবে ফোনে! প্রস্তাবে ছাড়পত্র রাষ্ট্রপতির]

কিন্তু, সোমবার সোনিয়ার সঙ্গে বৈঠকের পরই পওয়ার পিছিয়ে আসার ইঙ্গিত দেন। বুধবার সাংবাদিক বৈঠক করে সরকারিভাবে ঘোষণা করেন, তাঁর দল সরকারে যাবে না। এনসিপি সুপ্রিমো বলেন, “আমার সরকার গড়া নিয়ে কিছু বলার নেই। জনমত শিব সেনা-বিজেপির পক্ষে। আমার মনে হয়, যত তাড়াতাড়ি সম্ভব, ওদের সরকার গঠন করা উচিত। আমাদের কাজ বিরোধী আসনে বসা।”

[আরও পড়ুন: বাংলা বললে মিলবে না চাকরি, অঘোষিত নিয়ম বেঙ্গালুরুর আবাসনগুলিতে! ]

শিব সেনার সঙ্গে জোট জল্পনা নিয়ে পওয়ারের মন্তব্য, “শিব সেনা-এনসিপি সরকারের প্রশ্ন কোথায় থেকে আসছে। শিব সেনা আর বিজেপি প্রায় ৩০ বছর ধরে জোটে আছে। আজ হোক বা কাল ওদের মধ্যে একটা চুক্তি হবেই।” উল্লেখ্য, সোনিয়া গান্ধী আগেই শিব সেনার সঙ্গে জোটে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। তাই আপাতত, শিব সেনার কাছে বিজেপির সঙ্গে যাওয়া ছাড়া আর কোনও পথ খোলা রইল না। সূত্রের খবর, পওয়ার পিছিয়ে আসার পরই শিব সেনা নিজেদের অবস্থান অনেকটা নরম করেছে। বিজেপির সঙ্গে আলোচনাও শুরু করেছে তাঁরা। ইতিমধ্যেই, মন্ত্রিত্ব বণ্টন নিয়ে কথা হয়েছে বলে জানা গিয়েছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement